দুর্গোৎসব কমিটির রক্তদান উৎসব

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দুর্গোৎসব কমিটির রক্তদান উৎসব


 

দুর্গোৎসব কমিটির রক্তদান উৎসব



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আঝাপুর স্কুল ধার বিঙ্কের পার দুর্গোৎসব কমিটি আজ আঝাপুর হাই স্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। মা ও মেয়ের রক্তদানে এদিনের আয়োজন কার্যত উৎসবের চেহারা নেয়। মা অঞ্জনা ঘোষ, মেয়ে নবনীতা ঘোষ আঝাপুরেই বাড়ি। আজ নবনীতা'র জন্মদিন তাই মা অঞ্জনা মেয়েকে সঙ্গে করে এনে একসঙ্গে রক্তদান করেন। 


রক্তদাতাদের উৎসাহ দিতে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এলাকার বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত সহ এলাকার বিভিন্নস্তরের গুণী মানুষরা। বিধায়ক অলক কুমার মাঝি বলেন আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট দূরদর্শী তিনি ক্লাব ও বারোয়ারী গুলিকে গুরুত্ব দিয়েছেন বলেই এই কোভিড পরিস্থিতিতে আজ রক্ত সংকটের সময় এই রক্তদান শিবির গুলো অনুষ্ঠিত হচ্ছে। মেহেমুদ খান প্রথমেই এই কোভিড পরিস্থিতিতে রক্ত দান শিবির করার জন্য এই পুজো কমিটিকে ধন্যবাদ জানান। সাথে সাথে তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সকলের পাশে দাঁড়িয়েছেন ক্লাব, বারোয়ারী গুলোর পাশে দাঁড়িয়েছেন তাই তার ফল আজ পাওয়া যাচ্ছে।তিনি আশা প্রকাশ করেন আগামীতে আরো রক্তদান শিবির করবেন বিভিন্ন ক্লাব। আঝাপুর স্কুল ধার বিঙ্কের পার দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সদস্য রাজেশ কামার জানান, কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট চলছে তাই সেই সংকট কাটাতে তাদের এই ছোট্ট প্রয়াস।তিনি জানান, আজকের এই রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।




Post a Comment

0 Comments