Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গোৎসব কমিটির রক্তদান উৎসব


 

দুর্গোৎসব কমিটির রক্তদান উৎসব



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আঝাপুর স্কুল ধার বিঙ্কের পার দুর্গোৎসব কমিটি আজ আঝাপুর হাই স্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। মা ও মেয়ের রক্তদানে এদিনের আয়োজন কার্যত উৎসবের চেহারা নেয়। মা অঞ্জনা ঘোষ, মেয়ে নবনীতা ঘোষ আঝাপুরেই বাড়ি। আজ নবনীতা'র জন্মদিন তাই মা অঞ্জনা মেয়েকে সঙ্গে করে এনে একসঙ্গে রক্তদান করেন। 


রক্তদাতাদের উৎসাহ দিতে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এলাকার বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত সহ এলাকার বিভিন্নস্তরের গুণী মানুষরা। বিধায়ক অলক কুমার মাঝি বলেন আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট দূরদর্শী তিনি ক্লাব ও বারোয়ারী গুলিকে গুরুত্ব দিয়েছেন বলেই এই কোভিড পরিস্থিতিতে আজ রক্ত সংকটের সময় এই রক্তদান শিবির গুলো অনুষ্ঠিত হচ্ছে। মেহেমুদ খান প্রথমেই এই কোভিড পরিস্থিতিতে রক্ত দান শিবির করার জন্য এই পুজো কমিটিকে ধন্যবাদ জানান। সাথে সাথে তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সকলের পাশে দাঁড়িয়েছেন ক্লাব, বারোয়ারী গুলোর পাশে দাঁড়িয়েছেন তাই তার ফল আজ পাওয়া যাচ্ছে।তিনি আশা প্রকাশ করেন আগামীতে আরো রক্তদান শিবির করবেন বিভিন্ন ক্লাব। আঝাপুর স্কুল ধার বিঙ্কের পার দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সদস্য রাজেশ কামার জানান, কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট চলছে তাই সেই সংকট কাটাতে তাদের এই ছোট্ট প্রয়াস।তিনি জানান, আজকের এই রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।