পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা


 

পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা


অর্ঘ্য ব্যানার্জী, বড়শুল : বর্ধমান ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা শ্যামল দত্ত প্রয়াত হয়েছেন। তিনি বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন। শ্যামল দত্ত'র মৃত্যুতে শোকস্তব্ধ সরকারি আধিকারিক থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা-কর্মীরি। অ্যাজমা'র সমস্যায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার তাঁর মরদেহ নিয়ে আসা হয় বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, জেলা পরিষদের সদস্য নুরুল হাসান, 

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন, উপপ্রধান রমেশ সরকার, বৈকন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী, তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান ২ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান সহ অন্যান্যরা। ফুলের মালা ও স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান।




Post a Comment

0 Comments