চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বর্ধমানে পাইকারি বাজার স্থানান্তরিত হচ্ছে উল্লাস মোড়ে




বর্ধমানে পাইকারি বাজার স্থানান্তরিত হচ্ছে উল্লাস মোড়ে

অর্ঘ্য ব্যানার্জী, বর্ধমান : শহর বর্ধমানের তেঁতুলতলা পাইকারি বাজার স্থানান্তরিত করা হবে উল্লাস মোড়ের কাছে। আজ সম্ভাব্য সেই বাজারের জায়গা পরিদর্শন করলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুণ গোলদার, বৈকন্ঠপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বর্ধমান ব্যাবসায়ী সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী, চন্দ্র বিজয় যাদব, তৃণমূল কংগ্রেসের বৈকন্ঠপুর ১ অঞ্চল সভাপতি আজাদ রহমান এবং বিএলআরও'র প্রতিনিধিদল। 


বর্ধমান শহরে যে তেঁতুলতলা পাইকারি বাজার রয়েছে যেমন মাছ, ফল, সবজি। সেই বাজারটি তুলে নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে উল্লাস মৌজার অনাময় সুপার স্পেশালিটি হসপিটালের পিছনে। যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের যাতে কোনরকম অসুবিধা না হয়, সেটাই খতিয়ে দেখা হয়। জানা গেছে, এখানে পাইকারি বাজার হলে ব্যবসায়ীদর কোনো আপত্তি নেই। তাছাড়া শহর বর্ধমানের মূল কেন্দ্র কে দূষণমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে বর্ধমান পৌর প্রশাসন। স্বাভাবিকভাবেই পাইকারি বাজার স্থানান্তরের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাইকারি বাজারের কথা জেনে এলাকার মানুষজনও খুশি। বাজার হলে হাটশিমুল, নাদুর সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষরা কিছু ব্যবসা করতে পারবে। বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মাল্লিক জানান, এখানে একটি স্টোর রুম গড়ে তোলা হবে। বিভিন্ন ধরনের কাঁচা সবজি তারা এই স্টোররুমে রাখতে পারবেন। তার সাথে সাথে দু'পাশে রাস্তা চওড়া করা হবে। যাতে বড় গাড়ি ভালোভাবেই প্রবেশ করতে পারে। সবকিছুই খতিয়ে দেখা হল, ব্যবসায়ীরা একমত এখানে বাজার ভাল হবে বলে জানান।