নারীশক্তি'র প্রশংসাপত্র পেলেন বর্ধমানের রীতা
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নারী শক্তির প্রশংসাপত্র পেলেন বর্ধমান শহরের রীতা ঘোষ। ভারতীয় রেড ক্রস সোসাইটি'র শতবর্ষ উদযাপন উপলক্ষে এই শংসাপত্র দেওয়া হয়েছে। ভারতীয় রেড ক্রস সোসাইটি'র পশ্চিমবঙ্গ শাখা রীতা ঘোষ - কে নারীশক্তির এই শংসাপত্র প্রদান করেছে।
উল্লেখ্য রীতা ঘোষ ভারতীয় রেড ক্রস সোসাইটি'র বর্ধমান জেলা শাখায় কর্মরত। করোনা অতিমারি পরিস্থিতিতে রেড ক্রস অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সব ক্ষেত্রেই রীতা ঘোষ সামনের সারিতে থেকে কাজ করেছেন।