Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পূর্ব বর্ধমান জেলা রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস পালিত


 

পূর্ব বর্ধমান জেলা রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস পালিত




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস পালিত হল বর্ধমান উন্নয়ন সংস্থার ঋষি অরবিন্দ সভাঘরে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৌভ্রাতৃত্বের প্রসঙ্গ টেনে সম্প্রীতির কথা, রাখি বন্ধনের কথা তুলে ধরেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কার সিংলা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাপতি দেবু টুডু, অতিরিক্ত জেলা শাসক (যুব কল্যাণ) নিধি মালিক, বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, বাগবুল ইসলাম, বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের অধ্যক্ষ দেবাশীষ নাগ, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কো-মেন্টর ডঃ আবুল হাশেম মন্ডল, জেলা যুব কল্যাণ আধিকারিক প্রদীপ্ত বিশ্বাস অন্যান্য আধিকারিক বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী।

"মণিকর্ণিকা" গ্রুপের সমবেত উদ্বোধনী সংগীতের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

রাখি বন্ধন অনুষ্ঠানের শুরুতেই জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জেলা সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া'র হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন। এরপর সভাধিপতিও জেলাশাসকের হাতে রাখি পরিয়ে দেন। এরপর সভাধিপতি শম্পা ধাড়া এক এক করে দেবু টুডু, খোকন দাস, উজ্জল প্রামাণিক, বাগবুল ইসলাম, উত্তম সেনগুপ্ত, দেবাশীষ নাগ, আবুল হাশেম মন্ডল সহ সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেন। অন্যদিকে জেলাশাসকও উপস্থিত আধিকারিক সহ অন্যান্যদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন। 

এদিনের অনুষ্ঠানে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া'র হাতে একগুচ্ছ মাস্ক তুলে দেন। এরপর জেলাশাসক সমাজের অতন্ত্র প্রহরী সিভিক ভলেন্টিয়ারদের হাতেও রাখি ও মাস্ক তুলে দেন।