জয়হিন্দ বাহিনীর রক্তদান শিবিরে তৃণমূল নেতৃত্বের চাঁদের হাট

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জয়হিন্দ বাহিনীর রক্তদান শিবিরে তৃণমূল নেতৃত্বের চাঁদের হাট


 

জয়হিন্দ বাহিনীর রক্তদান শিবিরে তৃণমূল নেতৃত্বের চাঁদের হাট




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কালনা শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অশোক বিশ্বাস, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলোক মাঝি, বিধায়ক নবীন চন্দ্র বাগ, কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন পোড়েল, তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন নন্দী।


 বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, চেয়ারম্যান সমরজিৎ দাস, কালনা শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি সমরজিৎ হালদার ও চেয়ারম্যান অনিল বসু, জেলা তৃণমূল কংগ্রেস জয়হীন বাহিনী কো-অর্ডিনেটর শেখ ডালিম সহ-সভাপতি অনির্বান চৌধুরি। মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সোমা বক্সী ও সোনিয়া বর্মন, তৃণমূল কংগ্রেস নেতা দেবপ্রসাদ গাঙ্গুলী, সমাজসেবী সুব্রত পাল সহ বিভিন্ন ব্লক সভাপতি ও জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী।

বুধবার রক্তদান শিবিরে বিজেপি নেতা রাজু পান্ডের নেতৃত্বে আড়াইশো জন কর্মী নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন‌। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন কার্তিক ব্যানার্জি। কালনা শহরের ১১ নম্বর ওয়ার্ডের কাসারিপাড়া রিগ্রেশন মাঠে অনুষ্ঠিত কালনা শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন কর্মী নেতারা। 

রক্তদান শিবিরে ২০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মহিলাদের অংশগ্রহণ।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্ত দানের শুভ সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার লাগাতারভাবে পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে চলছে। এছাড়াও বাড়ছে রান্নার গ্যাসের দাম। তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি নিয়ে দলীয় কর্মসূচি করতে গিয়ে আমাদের রাজ্য নেতাদের উপর হামলা সংঘটিত করছে বিজেপি গুন্ডাবাহিনী। আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। 

এদিন তৃণমূল জয় হিন্দ বাহিনীর রাজ্য নেতা কার্তিক ব্যানার্জি বলেন যে আজ বাংলা থেকে ত্রিপুরা আসাম সর্বত্র তৃণমূল কংগ্রেস আগামী দিন ক্ষমতায় আসবে। ওই সমস্ত রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আমাদের উন্নয়নের কথা বলছে ওখানকার মানুষের উপর যে ধরনের অত্যাচার চলছে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছেন আমাদের নেতৃত্ব। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। 



Post a Comment

0 Comments