Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভ্যাকসিন না পেয়ে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে উত্তেজনা



ভ্যাকসিন না পেয়ে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে উত্তেজনা

.

কাজল মিত্র, সালানপুর : শনিবার সকাল থেকেই ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইন পড়ে সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করে যে আজ পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ভ্যাকসিন দেওয়া হবে না। এ কথা শুনেই সাধারণ মানুষ উত্তেজিত হয়ে ওঠে। পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন।

 অবশেষে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে সালানপুর থানার ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। সাধারণ মানুষদের বোঝানো হয়, আজ কোনো ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত ছিলো না। পরবর্তী পর্যায়ে পঞ্চায়েতের মারফত লিস্ট করে ভ্যাকসিন দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে সাধারণ মানুষ বাড়ি ফিরে যায়।

এই প্রসঙ্গে রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত দস্তিদার বলেন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হয় আজ সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু আজ মাত্র ২০০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। সকাল থেকে প্রচুর মানুষের সমাগম হয়ে যায়। তাই উদ্ভূত পরিস্থিতিতে আজকের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়। তাদের বোঝানো হয় যে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে লিস্ট তৈরি করে আগামী দিনে ভ্যাকসিন দেওয়া হবে।