Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভ্যাকসিন না পেয়ে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে উত্তেজনা



ভ্যাকসিন না পেয়ে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে উত্তেজনা

.

কাজল মিত্র, সালানপুর : শনিবার সকাল থেকেই ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইন পড়ে সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করে যে আজ পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ভ্যাকসিন দেওয়া হবে না। এ কথা শুনেই সাধারণ মানুষ উত্তেজিত হয়ে ওঠে। পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন।

 অবশেষে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে সালানপুর থানার ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। সাধারণ মানুষদের বোঝানো হয়, আজ কোনো ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত ছিলো না। পরবর্তী পর্যায়ে পঞ্চায়েতের মারফত লিস্ট করে ভ্যাকসিন দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে সাধারণ মানুষ বাড়ি ফিরে যায়।

এই প্রসঙ্গে রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত দস্তিদার বলেন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হয় আজ সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু আজ মাত্র ২০০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। সকাল থেকে প্রচুর মানুষের সমাগম হয়ে যায়। তাই উদ্ভূত পরিস্থিতিতে আজকের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়। তাদের বোঝানো হয় যে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে লিস্ট তৈরি করে আগামী দিনে ভ্যাকসিন দেওয়া হবে।