Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

"ফিট ইন্ডিয়া ফ্রিডম রান" ৪ সেপ্টেম্বর বর্ধমানে


 

"ফিট ইন্ডিয়া ফ্রিডম রান" ৪ সেপ্টেম্বর বর্ধমানে


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  ৭৫ তম বর্ষ কে স্মরণীয় করে রাখতে ভারত সরকার স্বাধীনতাকে "আজাদী কা অমৃত মহোৎসব" হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছে। ২০২০ সালের ১২ মার্চ এই কর্মসূচির সূচনা করেছে ভারত সরকার। তারই একটি অংশ হিসেবে সারা দেশ জুড়ে ৭৪৪ টি জেলায় "ফিট ইন্ডিয়া ফ্রিডম রান" আয়োজিত হবে। গত বছর ১৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হয়েছিল। এবছর ১৩ আগস্ট থেকে শুরু হয় ফিট ইন্ডিয়া ফ্রিডম রান চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে পূর্ব বর্ধমান জেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে আগামী ৪ সেপ্টেম্বর।


 এমনটাই জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা নেহরু যুব কেন্দ্রের যুব আধিকারিক উত্তরা বিশ্বাস। তিনি আরও জানান, বর্ধমান রাজ কলেজের এন এস এস ইউনিটের সহযোগিতায় আগামী ৪ সেপ্টেম্বর বর্ধমান শহরে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান আয়োজিত হবে। সেন্ট্রাল স্কুল, রেলওয়েজ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া গোটা জেলা জুড়েই এই কর্মসূচি চলবে। নেহরু যুব কেন্দ্রের আধিকারিক উত্তরা বিশ্বাস জেলার ক্লাব ও যুব সমাজকে এই কর্মসূচিতে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন। নিজেদের ফিট রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কার্যকরী হবে বলেই আশাবাদী তিনি।