Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার প্রতিবাদ পূর্ব বর্ধমানে


 

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার প্রতিবাদ পূর্ব বর্ধমানে



অভিরূপ আচার্য ও অর্ঘ্য ব্যানার্জী, পূর্ব বর্ধমান


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার প্রতিবাদে পূর্ব বর্ধমানে গর্জে উঠলো তৃণমূল কংগ্রেস। বিজেপি'র বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল ও রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস এর নেতৃত্বে সোমবার তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সোচ্চার হয়। বি সি রোডে মিছিল করার পর কার্জনগেটের সামনে অবরোধ আন্দোলন সংগঠিত হয়। 

তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, আসলে ত্রিপুরায় গদি হারোনোর আশঙ্কায় বিজেপি ভয় পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার ঘটনায় সেটাই প্রমান হয়। তবে এভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। ২০২৪ সালেই ভারতবাসী বিজেপি-কে যোগ্য জবাব দেবে।


এদিকে আজ বর্ধমান সদর ২ ব্লকের জোতরাম এলাকায় যুব তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য‍্য গণসংগঠনের কর্মীরা সামিল হয় ধিক্কার আন্দোলনে সামিল হয়। ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় এর গাড়ির উপর বিজেপি'র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূলের কর্মীরা। বিজেপি'র বিরুদ্ধে এদিন ধিক্কার জানাতে মহিলারাও পথে নামে।


 প্রতিবাদে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন বর্ধমান ২ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান ও বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী, বৈকন্ঠপুর ১ নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ অন্যান্যরা।