বর্ধমান ওয়েভ এর উদ্যোগে পঞ্চবন প্রকল্পের সূচনা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বর্ধমান ওয়েভ এর উদ্যোগে পঞ্চবন প্রকল্পের সূচনা


 

বর্ধমান ওয়েভ এর উদ্যোগে পঞ্চবন প্রকল্পের সূচনা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এক অভিনব প্রকল্পের সূচনা হল বর্ধমান ওয়েভের হাত ধরে। ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে'র দিনে। পূর্ব বর্ধমানের রায়নার বেন্দুয়া গ্রামে সূচনা হল পঞ্চবন প্রকল্পের। এই প্রকল্পে গ্রামের পঞ্চাননতলা সন্নিহিত ১৩ বিঘে জমিতে লাগানো শুরু হল ১৩০০ ফলের ও অন্যান্য গাছ। সারা বছর ধরে এই গাছগুলির রক্ষণাবেক্ষণ করবেন চারজন গ্রামবাসী। এছাড়াও গ্রামবাসীদের জন্য ক্রেতা সুরক্ষা কী তা জানাতে একটি আলোচনার ব্যবস্থাও ছিল। আজ ছিল পঞ্চবন প্রকল্পের উদ্বোধন। উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া। 


উপস্থিত ছিলেন রায়না ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহান্ত; বিডিও লোকনাথ সরকার, সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াবতী বাগ, উপপ্রধান সনৎ দে প্রমুখ। আলোচনায় অংশ নেন বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী, গাছ মাষ্টার অরূপ চৌধুরী, জেলা ক্রেতা সুরক্ষা ও কল্যাণ কেন্দ্রের সভাপতি জিতেন্দ্রনাথ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। ছোটরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।

বর্ধমান ওয়েভের সম্পাদক অনির্বাণ হাজরা জানান, বছরভর তারা নানা ধরণের কর্মসূচি পালন করেন। আজকের প্রকল্পে গ্রামবাসীদের অকুন্ঠ সহযোগিতা পেয়েছেন তাঁরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমীর সাঁই। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন অখিল বাগ ও কৃষকসেতু পত্রিকার সম্পাদক কৃষ্ণ সাহা।




Post a Comment

0 Comments