চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বিপত্তারিনি মেলা এবছরও স্থগিত


 

বিপত্তারিনি মেলা এবছরও স্থগিত


অতনু হাজরা, জামালপুর : করোনা পরিস্থিতিতে এবারেও বন্ধ রাখা হচ্ছে বিপত্তারিনি মেলা। পূর্ব বর্ধমানের জামালপুরে হালারায় অধিষ্ঠাত্রী দেবী মা বিপত্তারিনি।খুবই জাগ্রতা এই দেবী। প্রতি বছর আষাঢ় অথবা শ্রাবণ মাসে রথের পর শুক্লপক্ষে এই ব্রত হয়।ব্রত হয় দুদিন শনি ও মঙ্গলবার অথবা মঙ্গল ও শনিবার। এই বিশেষ পুজো বা ব্রত উপলক্ষে বসে মেলা। হাজার হাজার পুণ্যার্থী আসেন মঙ্গল কামনায় মায়ের পুজো দিতে। কিন্তু করোনা অতিমারি আবহে গত বছরের মত এবারেও পরিস্থিতি একই রকম। করোনা অতিমারিতে রয়েছে সরকারি বিধিনিষেধ। মানুষের স্বাস্থ্য ও সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়েই এবছরও মায়ের মেলা ও পুজো নেওয়া বন্ধ রাখছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের পুরোহিত লক্ষ্মীনারায়ন চক্রবর্তী মায়ের ভক্ত সাধারণের উদ্দেশ্যে জানান, এবারেও সকলে বাড়িতে থেকেই মাকে ডাকুন। মা যেন দ্রুত এই অতিমারী দূর করে দেন।মায়ের বিশেষ পুজো হলেও নেওয়া হবে না কোনো ভক্তসাধারণের পুজো, এমনটাই জানান তিনি।