Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিপত্তারিনি মেলা এবছরও স্থগিত


 

বিপত্তারিনি মেলা এবছরও স্থগিত


অতনু হাজরা, জামালপুর : করোনা পরিস্থিতিতে এবারেও বন্ধ রাখা হচ্ছে বিপত্তারিনি মেলা। পূর্ব বর্ধমানের জামালপুরে হালারায় অধিষ্ঠাত্রী দেবী মা বিপত্তারিনি।খুবই জাগ্রতা এই দেবী। প্রতি বছর আষাঢ় অথবা শ্রাবণ মাসে রথের পর শুক্লপক্ষে এই ব্রত হয়।ব্রত হয় দুদিন শনি ও মঙ্গলবার অথবা মঙ্গল ও শনিবার। এই বিশেষ পুজো বা ব্রত উপলক্ষে বসে মেলা। হাজার হাজার পুণ্যার্থী আসেন মঙ্গল কামনায় মায়ের পুজো দিতে। কিন্তু করোনা অতিমারি আবহে গত বছরের মত এবারেও পরিস্থিতি একই রকম। করোনা অতিমারিতে রয়েছে সরকারি বিধিনিষেধ। মানুষের স্বাস্থ্য ও সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়েই এবছরও মায়ের মেলা ও পুজো নেওয়া বন্ধ রাখছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের পুরোহিত লক্ষ্মীনারায়ন চক্রবর্তী মায়ের ভক্ত সাধারণের উদ্দেশ্যে জানান, এবারেও সকলে বাড়িতে থেকেই মাকে ডাকুন। মা যেন দ্রুত এই অতিমারী দূর করে দেন।মায়ের বিশেষ পুজো হলেও নেওয়া হবে না কোনো ভক্তসাধারণের পুজো, এমনটাই জানান তিনি।