Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

মোটর বাইকের অন্ত্যোষ্টি যাত্রার আয়োজনের মাধ্যমে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ


 

মোটর বাইকের অন্ত্যোষ্টি যাত্রার আয়োজনের মাধ্যমে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ


সেখ সামসুদ্দিন, মেমারি : পেট্রোপণ‍্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে নানা আঙ্গিকে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। আন্দোলনে সর্বস্তরের মানুষ সামিল হচ্ছেন। বিক্ষোভ কর্মসূচির দ্বিতীয় দিনে মেমারি শহর তৃণমূল কংগ্রেস বামুনপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভে স্কুটার ও বাইকের অন্ত্যোষ্টি যাত্রার আয়োজন করে। সাদা কাপড় দিয়ে ঢেকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়। পেট্রলের দাম সেঞ্চুরি করার ফলে, এখন মোটর বাইকে চড়া বিলাসিতা। অতিমারি পরিস্থিতি মানুষের সখ আহ্লাদ কেড়ে নিয়েছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ধাক্কায় সাধারণ মানুষ বেসামাল। অথচ কেন্দ্রের বিজেপি সরকার নিরুত্তাপ। তাই নরেন্দ্র মোদীর ঘুম ভাঙ্গাতে মেমারি শহর তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নেমেছে। মেমারির অ‍্যাম্বুলেন্স চালকদেরও প্রতিবাদে সামিল হতে দেখা যায়। অ‍্যাম্বুলেন্স চালকদের মধ‍্যে স্নেহাশিষ ঘোষদস্তিদার জানান, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে অ‍্যাম্বুলেন্স চালক থেকে রোগির আত্মীয় সকলেই সমস‍্যায় পড়েছেন। তেলের মূল্য বৃদ্ধিতে অ‍্যাম্বুলেন্সের ভাড়া বাড়াতে বাধ‍্য হচ্ছি। তাতে রোগীর পরিবারের কাতর আবেদন তাদের স্পর্শ করলেও বাধ‍্য হচ্ছেন বেশি ভাড়া চাইতে। তাই প্রতিবাদ আন্দোলনে অ্যাম্বুলেন্স চালকরাও সাড়া দিয়ে পথে নেমেছে।


যুব তৃণমূলের পক্ষ থেকেও পেট্রোলিয়ামের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করে নবান্নে পাঠাচ্ছে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও শহরের সকল নেতৃত্ব। শহর সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদারকে রাজনৈতিক কর্মসূচিতে অ‍্যম্বুলেন্স অংশ নেওয়া এবং রোগী পরিষেবা ব‍্যাহত হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গ্রামীণ হাসপাতালে দুটি অ‍্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা আছে। আর এখানে স্বল্প সময়ের জন‍্য প্রতীকী অংশ নিয়েছে। এদিন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে দেবীপুর বাজারে ও শঙ্করপুর মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক, জেলা ও ব্লক জয়হিন্দ বাহিনীর নেতৃত্ব, ব্লক সহ সভাপতিগণ, জেলা ছাত্র সহ সভাপতি, ব্লক এসটি সেলের সভাপতি, যুব নেতৃত্ব সহ সর্বস্তরের নেতৃত্ব। আজকের বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক তথা ব্লক সভাপতি অনুপস্থিত থাকলেও ব্লকের প্রতিনিধিত্ব করেন সহ সভাপতি সন্দীপ পরামানিক ও মহঃ সাজাহান।