Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দু'টি বাইকের সংঘর্ষে আহত তিন


 

দু'টি বাইকের সংঘর্ষে আহত তিন


কাজল মিত্র, কুলটি : জাতীয় সড়কের উপর দু'টি বাইকের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত দু'নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে।


জানা যায় জতীয় সড়ক ধরে ধানবাদ থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি বাইক। চালক সহ বাইকের পিছনে বসেছিলেন এক মহিলা। আর ঠিক সেই সময় রাস্তা পারাপার করছিল অন্য এক মোটর বাইক। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মোটর বাইকের আরোহীরা। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক পুলিশ এসে পৌঁছায়। আহতদের অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। 


স্থানীয় বাসিন্দা অমর ব্যানার্জী বলেন, এই জায়গাতে বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনায় মৃত্যুও হচ্ছে। আমরা প্ৰশাসনকে বার বার ট্রাফিকের আবেদন করেছি কিন্তু কোনো ট্রাফিকের ব্যবস্থা হচ্ছে না। তাই আমাদের দাবি এইখানে ট্রাফিকের ব্যবস্থা করতে হবে না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামবে।