Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দু'টি বাইকের সংঘর্ষে আহত তিন


 

দু'টি বাইকের সংঘর্ষে আহত তিন


কাজল মিত্র, কুলটি : জাতীয় সড়কের উপর দু'টি বাইকের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত দু'নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে।


জানা যায় জতীয় সড়ক ধরে ধানবাদ থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি বাইক। চালক সহ বাইকের পিছনে বসেছিলেন এক মহিলা। আর ঠিক সেই সময় রাস্তা পারাপার করছিল অন্য এক মোটর বাইক। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মোটর বাইকের আরোহীরা। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক পুলিশ এসে পৌঁছায়। আহতদের অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। 


স্থানীয় বাসিন্দা অমর ব্যানার্জী বলেন, এই জায়গাতে বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনায় মৃত্যুও হচ্ছে। আমরা প্ৰশাসনকে বার বার ট্রাফিকের আবেদন করেছি কিন্তু কোনো ট্রাফিকের ব্যবস্থা হচ্ছে না। তাই আমাদের দাবি এইখানে ট্রাফিকের ব্যবস্থা করতে হবে না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামবে।