Scrooling

নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুনে রিপোর্ট চাইলো কমিশন # ১৮ তম লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে ৪ জুন

দু'টি বাইকের সংঘর্ষে আহত তিন


 

দু'টি বাইকের সংঘর্ষে আহত তিন


কাজল মিত্র, কুলটি : জাতীয় সড়কের উপর দু'টি বাইকের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত দু'নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে।


জানা যায় জতীয় সড়ক ধরে ধানবাদ থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি বাইক। চালক সহ বাইকের পিছনে বসেছিলেন এক মহিলা। আর ঠিক সেই সময় রাস্তা পারাপার করছিল অন্য এক মোটর বাইক। দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মোটর বাইকের আরোহীরা। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক পুলিশ এসে পৌঁছায়। আহতদের অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। 


স্থানীয় বাসিন্দা অমর ব্যানার্জী বলেন, এই জায়গাতে বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনায় মৃত্যুও হচ্ছে। আমরা প্ৰশাসনকে বার বার ট্রাফিকের আবেদন করেছি কিন্তু কোনো ট্রাফিকের ব্যবস্থা হচ্ছে না। তাই আমাদের দাবি এইখানে ট্রাফিকের ব্যবস্থা করতে হবে না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামবে।