Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল নেত্রীর করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের ঝড়



 

তৃণমূল নেত্রীর করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের ঝড়



কাজল মিত্র, আসানসোল : তৃণমূল নেত্রী করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে পশ্চিম বর্ধমানে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক বোর্ড এর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসুম আরা নিজে করোনার ভ্যাকসিন দিচ্ছেন এক মহিলাকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবার সাথে সাথে বিতর্ক শুরু হয়ে গেছে ।

আসানসোল পৌর নিগমের উদ্যোগে লছিপুর এর রেড লাইট এলাকায় একটি করোনা ভ্যাকসিন প্রদানের জন্য শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে পৌরসভার বোর্ড সদস্য তাবাসুম আরা পৌঁছান। সেখানে সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতেই তৃণমূলের নেত্রী তথা পৌরসভার বোর্ড সদস্য নিজে সেখানকার মহিলাদের করোনা ভ্যাকসিনা প্রদান করেন। আর সেই ভ্যাকসিন প্রদান করা ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। 

এবিষয়ে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন, এটা খুবই নিন্দনীয় ঘটনা যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত, সেখানে তৃণমূল নেত্রী কেন ওই সকল মহিলাদের ভ্যাকসিন দিলেন ? তাছাড়া করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 

তবে ভ্যাকসিন দেওয়ার পরে তাবাসুম আরা সংবাদ মাধ্যমকে জানান, তিনি ভ্যাকসিন দেননি। কেবলমাত্র খালি সিরিঞ্জ নিয়ে ধরেছিলেন, শুধুমাত্র যারা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে তাদেরকে ভীতি মুক্ত করার জন্য। এই কাজ করেছেন, এছাড়া কিছুইনা। তিনি আরও বলেন, স্কুলের শেষে তিনি নিজে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন।

তবে পশ্চিম বর্ধমান জেলার সিএমওএইচ ডাঃ অশ্বিনী কুমার মাঝি বলেন, স্বাস্থ্যকর্মীদের উপস্থিত থাকাকালীন এভাবে ভ্যাকসিন দেওয়া মোটেই ঠিক হয়নি।