চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দুয়ারে ভ্যাকসিন পরিষেবার সূচনা


 

দুয়ারে ভ্যাকসিন পরিষেবার সূচনা


সেখ সামসুদ্দিন, মেমারি : দুয়ারে ভ্যাকসিন পরিষেবা চালু হল মেমারি ১ নম্বর ব্লকে। আজ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ‍্যোগে তাঁরই বিধানসভা এলাকায় শুরু হল দুয়ারে ভ‍্যাকসিন। সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন দুই ভাই পূর্ব বর্ধমান জেলার মেমারির কলানবগ্রাম এলাকার সঞ্জীব মণ্ডল ও মানিক মন্ডল। গত বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানে ভারতীয় নির্বাচন কমিশনের ব্রান্ড অ্যাম্বাসাডার ছিল দুইভাই। আজ সকালে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ওই দুই ভাইয়ের বাড়ি কলানবগ্রাম পূর্ব পাড়ায় হাজির হয়ে সূচনা করেন দুয়ারে ভ্যাকসিন। উপস্থিত ছিলেন এলাকার বর্ষীয়ান সমাজসেবী পাঁচুগোপাল পাল, পিন্টু মল্লিক, পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার, দলুইবাজার ২ এর প্রধান সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এখানে ভ‍্যাকসিন দেওয়ার পর ব্রেন স্ট্রোকে বাকশক্তি হারানো পাল্লার প্রতিবন্ধী সুমন সরকারের বাড়ি গিয়ে ভ‍্যাকসিন দেওয়া হয়। তারপর কলানবগ্রামের শিক্ষা নিকেতনের হোমে থাকা আবাসিক মহিলাদের ও কর্মরতকর্মীদের ভ‍্যাকসিন দেওয়া হয়। 

পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস জানান, এখান থেকেই বার্তা দেওয়া হয় প্রতি অঞ্চলে থাকা এই ধরণের প্রতিবন্ধীদের খোঁজখবর নিয়ে বাড়িতে গিয়ে ভ‍্যাকসিন দেয়া হবে। এই দুয়ারে ভ‍্যাকসিন সুবিধা পেয়ে পরিবার সহ এলাকার মানুষ খুশি।