Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়ককে সম্বর্ধনা পার্শ্বশিক্ষকদের


 

বিধায়ককে সম্বর্ধনা পার্শ্বশিক্ষকদের


অতনু হাজরা, আউসগ্রাম : তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে রাজ্য কমিটির সদস্য প্রদীপ কুমার ঘোষের নেতৃত্বে আউসগ্রাম ১ ও ২ ব্লকের পার্শ্বশিক্ষকরা আজ আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারকে সম্বর্ধনা দিলেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম ১ ব্লক সভাপতি সালেক রহমান (টগর), কার্যকরী সভাপতি প্রশান্ত গোস্বামী সহ অন্যান্যরা। আউসগ্রাম ১ ও ২ ব্লকের পক্ষ থেকে আজিজুল রহমান, শত্রুঘ্ন রায়, অরিজিৎ মুখার্জী, ফাল্গুনী মুখার্জী সহ অন্যান্য পার্শ্বশিক্ষক ও পার্শ্বশিক্ষিকারা সম্বর্ধনা দেন।


 পরে বিধায়ক পার্শ্বশিক্ষকদের নিয়ে সাংগঠনিক আলোচনাও করেন। বিধায়ক অভেদানন্দ থান্ডার তাঁকে সম্বর্ধিত করার জন্য তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান। প্রদীপবাবু জানান তাঁদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়েই নির্বাচিত বিধায়কের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আজ তাঁর নিজের ব্লকের বিধায়ককে সম্বর্ধনা দিলেন।