গ্রামের পানীয় জলের সঙ্কট নিরসনে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

গ্রামের পানীয় জলের সঙ্কট নিরসনে


 

গ্রামের পানীয় জলের সঙ্কট নিরসনে


সেখ সামসুদ্দিন, মেমারি : গ্রামে পানীয় জলের সঙ্কট নিরসনে এগিয়ে এলো পঞ্চায়েত। পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়র গ্রামের ঘটনা। গ্রামের ২০ নম্বর সংসদের পঞ্চায়েত সদস‍্য মায়া রায়ের কোটা হতে তিনটি পানীয় জলপ্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, দুর্গাপুর পঞ্চায়েত প্রধান শিখা রায়, উপপ্রধান নিতাই ঘোষ, সেখ সাহিন সহ সদস‍্যবৃন্দ, সমাজসেবী অনুপ রায়, অভিজিত রায়, সহ এলাকার মানুষ। এদিন বড়র বারোয়ারী তলা, মাঝের পাড়া ও হাজরা পাড়ায় এই তিন জায়গায় জলের পাম্পের সুইচ টিপে উদ্বোধন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। বিধায়ক ও সভাপতি জানান, প্রতিটি পাম্পের জন‍্য আনুমানিক দু'লক্ষ পঁচাশি হাজার টাকা খরচ হয়েছে। এই তিনটি পাম্পের ফলে এলাকার দেড় থেকে দুই হাজার পিছিয়ে পড়া এসসি-এসটি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবে। এলাকার মানুষের বহুদিনের জলকষ্ট দূর হল। একইসঙ্গে এলাবাসীদের উদ্দেশ্যে বলা হয় জল ও বিদ‍্যুৎ খরচ সাশ্রয় করতে নিয়ম করে পাম্প ব‍্যবহার করুন।



Post a Comment

0 Comments