Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামের পানীয় জলের সঙ্কট নিরসনে


 

গ্রামের পানীয় জলের সঙ্কট নিরসনে


সেখ সামসুদ্দিন, মেমারি : গ্রামে পানীয় জলের সঙ্কট নিরসনে এগিয়ে এলো পঞ্চায়েত। পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়র গ্রামের ঘটনা। গ্রামের ২০ নম্বর সংসদের পঞ্চায়েত সদস‍্য মায়া রায়ের কোটা হতে তিনটি পানীয় জলপ্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, দুর্গাপুর পঞ্চায়েত প্রধান শিখা রায়, উপপ্রধান নিতাই ঘোষ, সেখ সাহিন সহ সদস‍্যবৃন্দ, সমাজসেবী অনুপ রায়, অভিজিত রায়, সহ এলাকার মানুষ। এদিন বড়র বারোয়ারী তলা, মাঝের পাড়া ও হাজরা পাড়ায় এই তিন জায়গায় জলের পাম্পের সুইচ টিপে উদ্বোধন করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। বিধায়ক ও সভাপতি জানান, প্রতিটি পাম্পের জন‍্য আনুমানিক দু'লক্ষ পঁচাশি হাজার টাকা খরচ হয়েছে। এই তিনটি পাম্পের ফলে এলাকার দেড় থেকে দুই হাজার পিছিয়ে পড়া এসসি-এসটি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবে। এলাকার মানুষের বহুদিনের জলকষ্ট দূর হল। একইসঙ্গে এলাবাসীদের উদ্দেশ্যে বলা হয় জল ও বিদ‍্যুৎ খরচ সাশ্রয় করতে নিয়ম করে পাম্প ব‍্যবহার করুন।