Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রবল বর্ষনে দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর


 

প্রবল বর্ষনে দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর 


কাজল মিত্র, আসানসোল : প্রবল নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাত থেকেই গোটা শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যার ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় জলজমে বন্যার আকার ধারন করেছে। বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। যেখানে সেখানে ভেঙেপড়েছে মাটির দেওয়াল। আসানসোল উত্তর থানার আদিবাসী বোরিং পাড়া এলাকায় একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। যার ফলে ওই পরিবারের মা, মেয়ে ও এক শিশু দেওয়াল চাপা পড়ে আহত হয়। তাদেরকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসক পাঁচ বছরের ছেলে নিখিল বাস্কে কে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন। শ্যাম সোরেন জানান, বৃহস্পতিবার রাত থেকে প্রচন্ড বৃষ্টির কারণে বোরিং পাড়ার শনিচর বাস্কের বাড়ির দেওয়াল চাপা পড়ে তার স্ত্রী লক্ষী বাসকে, দেড় বছরের মেয়ে অনুস্কা বাসকে এবং ৫ বছরের ছেলে নিখিল বাসকে আহত হলে তাদের জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নিখিল বাসকেকে মৃত ঘোষণা করেন এবং মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, পুলিশ কমিশনার অজয় ঠাকুর ঘটনাস্থলে গিয়ে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে আসেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানান শ্যাম সোরেন।