Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কলেজ গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ


 

অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কলেজ গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ


কাজল মিত্র, সালানপুর : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়ানপুরে নজরুল সেন্টেনারি পলিটেকনিক কলেজ গেটের সামনে আধুনিক পরীক্ষা পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির জটিলতা থাকার কারণে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা হয়। আজ সালানপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগঠনের ব্লক সভাপতি মিঠুন মন্ডলের নেতৃত্বে এই আন্দোলনে বহু ছাত্র জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের পক্ষ থেকে মিঠুন মন্ডল জানায়, এই করোনা সংকটে অনেক পরিবারে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে, এই পরিস্থিতিতে দুটি মোবাইল ব্যবহার করে পরীক্ষা দেওয়া তাদের অনেকের পক্ষেই অসম্ভব। এছাড়াও এমন বহু ছাত্র রয়েছে যারা গ্রামে বসবাস করে সেইসব জায়গায় নেটওয়ার্ক এর ত্রুটি থাকায় তাদের পরীক্ষা দিতে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হয়। 


তাই এই আধুনিক পরীক্ষা পদ্ধতিতে জটিলতা থাকায় পড়ুয়াদের পরীক্ষা দিতে সমস্যায় পড়তে হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে সঠিক নিয়মে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হোক। এবং এই নিয়ম পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা হোক। পরীক্ষার সঠিক মূল্যায়ন থেকে যাতে কোনো ছাত্রছাত্রী বঞ্চিত না হয় এই দাবি নিয়ে রাজ্যজুড়ে এই বিক্ষোভ চলছে। তাই এসব দাবি নিয়ে রূপনারায়ানপুর পলিটেকনিক কলেজের প্রিন্সিপালের কাছে একটি স্মারক লিপি জমা দেওয়া হয় । এদিন এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন অনিতাভ বিশ্বাস, ধীরাজ প্রজাপতি, ঈশান মাজি সহ অনেকে।