তরুণীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত সামডী খোলামুখ খনি থেকে উদ্ধার হলো এক তরুণীর মৃতদেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই ছাত্রীর বাবা বরুন বাউরি বলেন, বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে দোকানের জিনিস আনার কথা বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় কিন্তু বাড়ি ফিরে না আসায় সন্ধ্যা পর্যন্ত অনেক খোজাখুঁজির পর সালানপুর থানার সামডি পুলিশ ক্যাম্পে মৌখিক ভাবে জানান পরিবারের লোকেরা। এরপর আজ সকালে খোলামুখ খনির কর্মরত শ্রমিক একটি মেয়ের মৃতদেহ দেখতে পায়। তারপর সামডি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সিআইএসএফ এসে মৃতদেহটি উদ্ধার করে। মেয়েটির পরিচয় মেলে যে ওই তরুণী সালানপুর থানার আলকুশা ডাঙ্গাল পাড়া গ্রামের বাসিন্দা নাম উষা বাউরি (১৮)।মেয়েটি আছড়া গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।