Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অবৈধ সাদা পাথর ভর্তি ডাম্পার আটক


 

অবৈধ সাদা পাথর ভর্তি ডাম্পার আটক 



কাজল মিত্র, সালানপুর : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত সিধাবাড়ি, বাঁশকেটিয়া, বাথানবাড়ি, কালীপাথর এলাকা থেকে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে বহুমূল্য সাদা কোয়ার্টজ পাথর। এই পাথর গুলি ডাম্পারে, ট্রাকে, ট্রাক্টরে চাপিয়ে বাইরে চালান হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যে।

সালানপুর ব্লকের আল্লাডি পঞ্চায়েতের শেষ প্রান্ত যেখানে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত এই মাইথন জলাধারের আশেপাশের এলাকা থেকেই এই পাথর গুলি তুলে গ্রামবাসীদের অনেকেই জড়ো করে রাখে এরপর সেগুলি বড় বড় ডাম্পার বা ট্রাকের সাহায্যে বেআইনি ভাবে পাচার করা হয় ভিন্ন রাজ্যে। যদিও এই পাথর থেকে সরকারের ঘরে কোনরকম রেভিনিউ ঢোকে না। তবুও প্রসাশনের নাকের ডগায় সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে মাটি খুঁড়ে দিনের পর দিন পাথর বের করে নেওয়ায় ওই এলাকার ভূ প্রকৃতির ভারসাম্যও মারাত্মক রকম ক্ষতিগ্রস্থ হচ্ছে। ওই এলাকাগুলি রয়েছে গাছ গাছালিতে ঢাকা কিন্তু সেই সব এলাকা থেকে পাথর তুলে ফেলার ফলে গাছগুলির শিকড় আলগা হয়ে কিছুদিন পরেই গাছগুলি পড়ে যাচ্ছে। তারপরেই আবার গাছ কাটার চোরেরা সেই গাছ কেটে বিক্রি করছে। যদিও এই বেআইনি কারবার বন্ধ করার জন্য লোক দেখানো মাঝেমাঝেই পুলিশি অভিযান হয়। বেশিরভাগটাই চলে প্রসাশনের নজর এড়িয়ে।


তবে শুক্রবার ৯ জুলাই রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যে ছটা নাগাদ একটি সাদা পাথর বােঝাই ডাম্পারকে আটক করে ।আটক করা গাড়িটি রূপনারায়ানপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়। পাথরবােঝাই গাড়ির চালককেও আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কি পরিমান পাথর এই ডাম্পারে বােঝাই হয়ে আছে তা এখনাে তারা নির্দিষ্ট করতে পারেননি। এদিকে স্থানীয় মানুষের অভিযােগ মাইথন সংলগ্ন আল্লাডি, দেন্দুয়া পঞ্চায়েতের এই এলাকা থেকে প্রতিদিন কম করে ৭/৮ গাড়ি সাদা পাথর পাচার হয়ে যাচ্ছে। এবিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।