সিপিএম নেতার স্মরণানুষ্ঠান
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জামালপুর ১ এরিয়া কমিটির সদস্য বৈদ্যনাথ সরেন এর স্মরন করলো দলীয় নেতৃত্ব। আজ জামালপুর ব্লকের মাখন্ড গ্রামে স্মরণানুষ্ঠান হয়। গত ২৯ এপ্রিল রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বৈদ্যনাথ সরেন। তিনি ছিলেন জামালপুর ব্লকের খেতমজুর আন্দোলনের নেতা। ২০১১ সালের পর খেতমজুরদের নিয়ে মজুরী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন পূর্ব বর্ধমান জেলার ক্ষেতমজুর সংগঠনের জেলা কমিটির সদস্য। এছাড়া আদিবাসী লোক শিল্পী সংগঠনের জেলা কমিটির সদস্য ছিলেন।