Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইনে প্রতারনার শিকার এক যুবতী


 

অনলাইনে প্রতারনার শিকার  এক যুবতী


কাজল মিত্র, আসানসোল : দুদিন আগেই বিভিন্ন হোম ডেলিভারি অনলাইন কোম্পানির নাম করে প্রতারণা চক্রের আট পান্ডাকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। এই চক্রের সদস্যরা বিভিন্ন অনলাইন কেনাকাটা সংস্থার গ্রাহকদের সন্ধান করে তাদের বিভিন্ন ভাবে প্রতারণা জাল ছড়িয়ে দেয় আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। আর সেই জালে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। ফের এমনই অনলাইন প্রতারণার শিকার হলেন আসানসোল গোপালপুরের এক যুবতী। অভিনব কায়দায় দশমিনিট এর মধ্যে তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় তুলে নেওয়া হয়েছে ৬০ হাজার টাকা। ওই যুবতী এবিষয়ে আসানসোল সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। আসানসোলের গোপালপুরের বাসিন্দা অভিশ্রুতি মাজির অভিযোগ বুধবার একটি ফোন আসে তার কাছে। তিনি একটি অনলাইন কোম্পানির থেকে কিছু কেনাকাটা করেছিলেন। সেই সামগ্রী তার বাড়িতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার আগেই সেই পার্সেল নেওয়ার জন্য ফোন করা হয় তাকে। যেহেতু তার অনলাইনে কেনা জিনিস সেদিনই তার বাড়িতে পৌঁছানোর কথা ছিল, ঠিক সেই সময়ই কোম্পানির নাম করে তাকে ফোন করা হয় এবং মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করতে বলা হয়। এর পরেই তিনি এনিডেক্স বলে একটা অ্যাপস ডাউনলোড করেন। এরপর থেকে প্রায় ৬০ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় কেটে নেওয়া হয় বলে অভিযোগ।


পুলিশ সূত্রে জানা যায় অনলাইন কেনাকাটার জন্য যেসব সংস্থা গুলি রয়েছে সেইসব সংস্থাগুলির কারা গ্রাহক রয়েছেন প্রতারকরা সেই সব গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করছে পরে সেই সব গ্রাহকদের বাড়িতে বিভিন্ন ধরনের লটারি পাওয়ার চিঠি পাঠাচ্ছে অথবা তাদের সরাসরি ফোন করে সেই কোম্পানি জিনিস ডেলিভারি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলছে সাধারণ গ্রাহকদের। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে অনলাইন কেনাকাটা ও সেই সব সামগ্রী বিভিন্ন বাড়িতে ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে আতঙ্ক ছড়িয়েছে। তবে আসানসোল দুর্গাপুর সাইবার ক্রাইম থানার পুলিশ প্রতারকদের ধরতে সচেষ্ট রয়েছে।