ভ্যাকসিনের দাবিতে সরব বিভিন্ন পেশার মহিলা শ্রমিকরা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ভ্যাকসিনের দাবিতে সরব বিভিন্ন পেশার মহিলা শ্রমিকরা


 

ভ্যাকসিনের দাবিতে সরব বিভিন্ন পেশার মহিলা শ্রমিকরা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলা শ্রমিকরা ভ্যাকসিনের দাবিতে সোচ্চার হয়েছেন। শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র ছত্রছায়ায় দুর্গাপুর মহকুমা শাসকের কাছে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ দেখায়। দুর্গাপুরে বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মরত মিড ডে মিল কর্মীরা, গৃহপরিচারিকা এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলা শ্রমিকরা ভ্যাকসিন না পাওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েন। গৃহপরিচারিকারা অনেকেই এই কারণে কাজ হারাচ্ছেন।


এছাড়াও এই করোনা অতিমারি পরিস্থিতিতে নামমাত্র বেতনে অনেকেরই সংসার চলছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও তারা সোচ্চার হন। আজকের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের দুর্গাপুর কমিটির যুগ্ম সম্পাদক বুলা বিশ্বাস ও কল্পনা মন্ডল। সারাবাংলা পরিচারিকা সমিতির পক্ষে নেতৃত্ব দেন রুমু বাউরী, ঝরনা বাগদি প্রমুখেরা।


এ আই ইউ টি ইউ সি'র জেলা কমিটির সদস্য সুচেতা কুন্ডু বলেন অবিলম্বে এই শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে।




Post a Comment

0 Comments