Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভ্যাকসিনের দাবিতে সরব বিভিন্ন পেশার মহিলা শ্রমিকরা


 

ভ্যাকসিনের দাবিতে সরব বিভিন্ন পেশার মহিলা শ্রমিকরা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলা শ্রমিকরা ভ্যাকসিনের দাবিতে সোচ্চার হয়েছেন। শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র ছত্রছায়ায় দুর্গাপুর মহকুমা শাসকের কাছে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ দেখায়। দুর্গাপুরে বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মরত মিড ডে মিল কর্মীরা, গৃহপরিচারিকা এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলা শ্রমিকরা ভ্যাকসিন না পাওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েন। গৃহপরিচারিকারা অনেকেই এই কারণে কাজ হারাচ্ছেন।


এছাড়াও এই করোনা অতিমারি পরিস্থিতিতে নামমাত্র বেতনে অনেকেরই সংসার চলছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও তারা সোচ্চার হন। আজকের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সারাবাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের দুর্গাপুর কমিটির যুগ্ম সম্পাদক বুলা বিশ্বাস ও কল্পনা মন্ডল। সারাবাংলা পরিচারিকা সমিতির পক্ষে নেতৃত্ব দেন রুমু বাউরী, ঝরনা বাগদি প্রমুখেরা।


এ আই ইউ টি ইউ সি'র জেলা কমিটির সদস্য সুচেতা কুন্ডু বলেন অবিলম্বে এই শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে।