Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

টিএমসিপি'র দু'শোর বেশি রক্তদান শিবিরের শেষতম মেমারিতে


 

টিএমসিপি'র দু'শোর বেশি রক্তদান শিবিরের শেষতম মেমারিতে



সেখ সামসুদ্দিন, মেমারি : রাজ‍্য তৃণমূল ছাত্র পরিষদ ঘোষিত ব্লক ভিত্তিক রক্তদান শিবিরের শেষ রক্তদান শিবির হল মেমারি ১ ব্লকের দেবীপুর অঞ্চলে। শুক্রবার মেমারি ১ ব্লক ও শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ‍্যোগে ও দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গ্রাম দেবীপুরের একটি অনুষ্ঠান হলে রক্তদান শিবির হয়। বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব‍্যাঙ্ক ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করে। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ভার্চুয়ালী উদ্বোধন করেন এবং রাজ‍্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মোবাইলে শুভেচ্ছা বার্তা দেন।


 উপস্থিত ছিলেন রাজ‍্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি কোহিনুর মজুমদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত ও স্বপন ঘোষাল, জেলা জয়হিন্দ বাহিনীর সম্পাদক রামকৃষ্ণ হাজরা, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি মুকেশ শর্মা, ব্লক সভাপতি রাহুল দেব ঘোষাল, শহর সভাপতি সেখ ইমতিয়াজ, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক, মহিলা নেত্রী গীতা দাস সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব, কর্মীবৃন্দ এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিবৃন্দ। রাজ‍্য টিএমসিপি সহ সভাপতি কোহিনুর মজুমদার বলেন সমগ্র রাজ‍্যে দুই শতাধিক রক্তদান শিবির করা হয়েছে। আজ মেমারিতে শেষ রক্তদান শিবির করা হয়।