আসানসোলে ইসকনের রথযাত্রা উৎসব
কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কোভিড বিধি মেনে রথযাত্রা উৎসব আয়োজিত হয়। সোমবার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আসানসোলের গাড়ুয়ের ইসকনের রথযাত্রা পালিত হয়। রথযাত্রার শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।
এদিন রথযাত্রা অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। রথ উপলক্ষে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ ভক্তগণ। এদিন রথযাত্রার শুভক্ষণে মন্ত্রী মলয় ঘটক নিজের হাতেই প্রসাদ বিতরণ করেন।