Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসানসোলে ইসকনের রথযাত্রা উৎসব


 

আসানসোলে ইসকনের রথযাত্রা উৎসব


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কোভিড বিধি মেনে রথযাত্রা উৎসব আয়োজিত হয়। সোমবার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আসানসোলের গাড়ুয়ের ইসকনের রথযাত্রা পালিত হয়। রথযাত্রার শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 



এদিন রথযাত্রা অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। রথ উপলক্ষে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ ভক্তগণ। এদিন রথযাত্রার শুভক্ষণে মন্ত্রী মলয় ঘটক নিজের হাতেই প্রসাদ বিতরণ করেন।