Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোভিড টিকাকরণ

 


বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোভিড টিকাকরণ


কাজল মিত্র, আসানসোল : বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোভিড ভ্যাকসিন দিল আসানসোল পৌরনিগম। শনিবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের সূর্য নগরের প্রান্তিক বৃদ্ধাশ্রমে আবাসিকদের ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করলো আসানসোল পৌরনিগম। এদিন ৪৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি মুন্সী প্রেম চন্দের জন্মদিন উপলক্ষে তাদেরকে সম্বর্ধনা এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।



 এদিন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, সূর্য নগরের বৃদ্ধাশ্রমে প্রায় ৪৮ জন আবাসিক রয়েছে।তাদের ভ্যাকসিন দেওয়া ব্যাবস্থা করা হয়েছিল। সেই মতো আজ ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করা হয় পৌরনিগমের পক্ষ থেকে। পাশাপাশি মুন্সী প্রেম চন্দের জন্মদিন উপলক্ষে বৃদ্ধ-বৃদ্ধাদের সম্বর্ধনার সহ তাদের হাতে সাল ও শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।