চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোভিড টিকাকরণ

 


বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোভিড টিকাকরণ


কাজল মিত্র, আসানসোল : বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোভিড ভ্যাকসিন দিল আসানসোল পৌরনিগম। শনিবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের সূর্য নগরের প্রান্তিক বৃদ্ধাশ্রমে আবাসিকদের ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করলো আসানসোল পৌরনিগম। এদিন ৪৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি মুন্সী প্রেম চন্দের জন্মদিন উপলক্ষে তাদেরকে সম্বর্ধনা এবং শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।



 এদিন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, সূর্য নগরের বৃদ্ধাশ্রমে প্রায় ৪৮ জন আবাসিক রয়েছে।তাদের ভ্যাকসিন দেওয়া ব্যাবস্থা করা হয়েছিল। সেই মতো আজ ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করা হয় পৌরনিগমের পক্ষ থেকে। পাশাপাশি মুন্সী প্রেম চন্দের জন্মদিন উপলক্ষে বৃদ্ধ-বৃদ্ধাদের সম্বর্ধনার সহ তাদের হাতে সাল ও শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।




Post a Comment

0 Comments