সাত সকালেই সাইকেল আরোহীকে পিষে দিলো লরি
অতনু হাজরা, জামালপুর : সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো জাতীয় সড়কের উপর। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আঝাপুর অঞ্চলে জাতীয় সড়কের উপরে দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর প্রাণ গেল।। আনুমানিক সকাল পৌনে আটটা নাগাদ জাতীয় সড়কের উপরে বর্ধমানগামী (সন্তোষ হোটেলের সামনে) একটি লরি মসাগ্রাম থেকে নবগ্রামের দিকে যাওয়া এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত ওই মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।