Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিভ্রান্তি, ১০০ জন ছাত্রী ফেল, স্কুলে বিক্ষোভ


 

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিভ্রান্তি, ১০০ জন ছাত্রী ফেল, স্কুলে বিক্ষোভ



কাজল মিত্র, বারাবনি : পশ্চিম বর্ধমান জেলার বারাবনি কেলেজোড়া গার্লস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে, মাত্র ৮৬ জন পাস করেছে এবং ১০০ জন ফেল করেছে। এঘটনায় ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। ছাত্রীদের বক্তব্য যে ১০০ জন ফেল করেছে তারা কেউই ফেল করার মতো ছাত্রী নয়। তাই তারা আজ সকলে মিলে স্কুল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ প্রদর্শন করে বলেছে এইরকম কেন হয়েছে, আমরা তো কেউ ফেল করার মতন ছাত্রী নই। যেহেতু মাধ্যমিক ও ক্লাস ইলেভেনের রেজাল্ট দেখে বিচার করা হয়েছে সেই কারণে আমরা কেউ ফেল করতে পারিনা। যারা কিছুই পারে না তারা আজ ফার্স্ট ডিভিশন পেয়ে গিয়েছে। কেন এরকম হলো তা জানতে চাই স্কুল কর্তৃপক্ষের কাছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে জানায়, এই রকম ঘটনা কেন ঘটেছে তারা কিছুই বুঝতে পারছেন না। এবং ছাত্রীদেরকে বলা হয় তোমরা সকলেই দরখাস্ত জমা দাও এবং যে যে বিষয়ে ফেল করেছো তার জন্য প্রত্যেক বিষয়ের জন্য ১০০ টাকা করে জমা করতে হবে। কিন্তু ছাত্রীদের বক্তব্য তারা সারা বছর ধরে টিউশন, বইপত্র সব কিছুর পেছনে খরচ করেছে এবং রেজিস্ট্রেশন করার সময় ৫০০ টাকা করে তাদের জমা দিয়েছে, তাহলে তারা এখন কেন টাকা জমা দেবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা কিছু বলতে পারবেন না কাউন্সিল যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নিতে হবে।