Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিল আঁচল




পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিল আঁচল


অতনু ঘোষ, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারির স্বেচ্ছাসেবী সংগঠন "আঁচল" অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিল। রবিবার মেমারি বিধানসভার বিধায়ক মধূসুদন ভট্টাচার্য, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য কুমার চট্টোপাধ্যায়, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশিষ ঘোষদস্তিদার, মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা ও মেমারি শহর তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের সভাপতি সেখ সইদুল ইসলামকে বৃক্ষ প্রদান করে সম্মানিত করা হয়। এছাড়া মেমারী থানা, মেমারী দমকল বিভাগের আধিকারিক, মেমারি গ্রামীণ হাসপাতালের আধিকারিক ও অন্যান্য বিভিন্ন প্রশাসনিক পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে চারা গাছ তুলে দিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা দিল।




 মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা বোস কেও এই অনুষ্ঠানে চারাগাছ প্রদান করে সম্মানিত করা হয়। জানান তারা সারা বছরই "আঁচল" স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে নিজেদের নিয়োজিত রাখে। কোভিড পরিস্থিতিই হোক কিংবা ইয়াসের মত বিধ্বংসী ঝড়ের পরবর্তী পরিস্থিতি। আয়োজকরা জানান, প্রদান করা চারা গাছগুলি ঘরের ভেতরেও টবের মধ্যে লাগানো সম্ভব।