Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিল আঁচল




পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিল আঁচল


অতনু ঘোষ, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারির স্বেচ্ছাসেবী সংগঠন "আঁচল" অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিল। রবিবার মেমারি বিধানসভার বিধায়ক মধূসুদন ভট্টাচার্য, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য কুমার চট্টোপাধ্যায়, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশিষ ঘোষদস্তিদার, মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা ও মেমারি শহর তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের সভাপতি সেখ সইদুল ইসলামকে বৃক্ষ প্রদান করে সম্মানিত করা হয়। এছাড়া মেমারী থানা, মেমারী দমকল বিভাগের আধিকারিক, মেমারি গ্রামীণ হাসপাতালের আধিকারিক ও অন্যান্য বিভিন্ন প্রশাসনিক পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে চারা গাছ তুলে দিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা দিল।




 মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা বোস কেও এই অনুষ্ঠানে চারাগাছ প্রদান করে সম্মানিত করা হয়। জানান তারা সারা বছরই "আঁচল" স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে নিজেদের নিয়োজিত রাখে। কোভিড পরিস্থিতিই হোক কিংবা ইয়াসের মত বিধ্বংসী ঝড়ের পরবর্তী পরিস্থিতি। আয়োজকরা জানান, প্রদান করা চারা গাছগুলি ঘরের ভেতরেও টবের মধ্যে লাগানো সম্ভব।