চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিল আঁচল




পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিল আঁচল


অতনু ঘোষ, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারির স্বেচ্ছাসেবী সংগঠন "আঁচল" অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিল। রবিবার মেমারি বিধানসভার বিধায়ক মধূসুদন ভট্টাচার্য, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য কুমার চট্টোপাধ্যায়, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশিষ ঘোষদস্তিদার, মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা ও মেমারি শহর তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের সভাপতি সেখ সইদুল ইসলামকে বৃক্ষ প্রদান করে সম্মানিত করা হয়। এছাড়া মেমারী থানা, মেমারী দমকল বিভাগের আধিকারিক, মেমারি গ্রামীণ হাসপাতালের আধিকারিক ও অন্যান্য বিভিন্ন প্রশাসনিক পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে চারা গাছ তুলে দিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা দিল।




 মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা বোস কেও এই অনুষ্ঠানে চারাগাছ প্রদান করে সম্মানিত করা হয়। জানান তারা সারা বছরই "আঁচল" স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে নিজেদের নিয়োজিত রাখে। কোভিড পরিস্থিতিই হোক কিংবা ইয়াসের মত বিধ্বংসী ঝড়ের পরবর্তী পরিস্থিতি। আয়োজকরা জানান, প্রদান করা চারা গাছগুলি ঘরের ভেতরেও টবের মধ্যে লাগানো সম্ভব।


Post a Comment

0 Comments