Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা


 

বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা


অতনু হাজরা, জামালপুর : গত কয়েকদিনের বৃষ্টি ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দামোদর তীরবর্তী এলাকায়।আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে দামোদর নদের তীরবর্তী গ্রামগুলো পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ অন্যান্যরা। আজ তাঁরা মূলত জোতশ্রীরাম পঞ্চায়েত ও জারগ্রাম পঞ্চায়েতের জোতচাঁদ, পাইকপাড়া, অমরপুর ফেরিঘাট সরেজমিনে ঘুরে দেখেন ও সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেন। মহকুমা শাসক জানান, যেসমস্ত জায়গাগুলি বন্যা প্লাবিত হতে পারে সেই জায়গা গুলো দেখলেন এবং পরিস্থিতি খারাপ হলে যা যা করার তা ব্লক প্রশাসন কে বুঝিয়ে দিলেন। বিধায়ক অলক কুমার মাঝি জানান, মা মাটি মানুষের সরকার সব সময়ই মানুষের পাশে আছে। বন্যা পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি কিন্তু তাঁরা আগাম সতর্কতা অবলম্বন করার জন্য এই পরিদর্শন করেছেন। 

পরিস্থিতি খারাপ হলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেই ভাবেই তৈরি আছে প্রশাসন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, হটাৎ দুদিনের বৃষ্টি ও জল ছাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে তিনি সকলকে আশ্বস্ত করে বলেন ভয় পাবার কিছু নেই। প্রশাসন তৈরি আছে, অবস্থার অবনতি হলেই সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে ফেরিঘাটগুলি আছে তাতে নৌকা চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দামোদরের জল বাড়ার সাথে সাথেই ব্লক প্রশাসনের তৎপরতা সাধারণ মানুষের মনে যথেষ্ট সাহস যোগাবে