কৃত্রিম হাত প্রতিস্থাপন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

কৃত্রিম হাত প্রতিস্থাপন


 

কৃত্রিম হাত প্রতিস্থাপন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রোটারি ক্লাব অফ এমিনিটি বর্ধমান এর উদ্যোগে কৃত্রিম হাত প্রতিস্থাপন হলো সুপ্রিয়া মন্ডল নামে এক গৃহবধুর। মঙ্গলবার রেঁনেশায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে (বি আই এম এস) অর্থোপেডিক সার্জেন ডাঃ এস আর ব্যানার্জী ওই মহিলার কৃত্রিম হাত প্রতিস্থাপন করেন। ব্যবস্থাপনায় সহযোগিতা করে বড়শুল কিশোর সংঘ।


ক্লাবের সম্পাদক পার্থ ঘোষ জানান, সুপ্রিয়া মন্ডলের ডান হাতটা ছোটো বেলায় ট্রেন দূর্ঘটনায় বাদ যায়। পরবর্তী সময়ে বিবাহ সূত্রে বড়শুলের কুমিরকোলা এলাকার বাসিন্দা। একটি হাত না থাকার বিষয়টি কিশোর সংঘ জানতে পেরে রোটারি ক্লাব অফ এমিনিটি বর্ধমান এর সঙ্গে যোগাযোগ করে হাত প্রতিস্থাপনের ব্যবস্থা হয়। কিশোর সংঘের সদস্যরা সুপ্রিয়া মন্ডলের সাথে যোগাযোগ করে তাঁকে রেঁনেসায় বিমস হাসপাতালে ডাঃ এস. আর. ব্যানার্জীর সঙ্গে কথা বলে ৯ জুলাই দেখানোর ব্যবস্থা করে। ডাক্তারবাবুর পরামর্শ মতো মঙ্গলবার দুপুর ৩ টায় ওই হাসপাতালেই সুপ্রিয়া মন্ডলের কৃত্রিম হাত স্থাপন করা হলো। এখন থেকে সুপ্রিয়া মন্ডল সমস্ত কাজ কর্ম ওই হাতে করতে পারবে।






Post a Comment

0 Comments