Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়ককে সম্বর্ধনা


 

বিধায়ককে সম্বর্ধনা 


কাজল মিত্র, সালানপুর : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস পুনর্বাসন কমিটি সম্বর্ধনা দিল বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়'কে। তৃতীয় বারের জয়ী বিধায়ক বিধান উপাধ্যায় এর সংবর্ধনার অনুষ্ঠান বুধবার বিকেলে হিন্দুস্থান কেবলস পুনর্বাসন বৃদ্ধাশ্রম সংলগ্ন ফুটবল ময়দানে আয়োজিত হয়। এদিন হিন্দুস্থান কেবলস পুনর্বাসন কমিটির পক্ষ থেকে বারাবনির বিধায়ককে মোমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান সহ বিশিষ্ট মানুষদেরও সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। এদিন এই অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার ৫০ টি পরিবারের মধ্যে ত্রিপল বিতরণ করা হয়। এবং বৃদ্ধাশ্রমে আবাসিক বয়স্কদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনির মানুষকে অশেষ ধন্যবাদ দিয়ে বলেন, বারাবনি বিধানসভায় তাকে তৃতীয় বারের জন্য বিধায়ক করেছে এতে সকলের ভালবাসা ও আশীর্বাদ রয়েছে। তাই এই জয় আপনাদের জয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে সেভাবেই আমিও মানুষের পাশে থাকার চেষ্টা করি। তাই এই জয় আপনাদের ও তৃণমূলের কর্মীরা যেভাবে পরিশ্রম করে চলেছে এতে সকলের সহযোগিতা ছিল বলেই আজকে এই জয়। 


এদিন এই অনুষ্ঠানের বিশেষ ভাবে পরিচালনা করেন পুনর্বাসন কমিটির সম্পাদক সুভাষ মহাজন ও সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি সাগর কুন্ডু এবং এই অনুষ্ঠানে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস।


এই অনুষ্ঠানে বিধায়ক সহ উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুনর্বাসন কমিটির সভাপতি ভোলা সিং (বিজয়),

পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, মিঠুন মন্ডল, জয়প্রকাস সিং সহ অনেকে।