Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিশুদের সুরক্ষায় মায়েদের টিকাকরণ শুরু


 

শিশুদের সুরক্ষায় মায়েদের টিকাকরণ শুরু


অতনু হাজরা, জামালপুর : সামনেই আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। সেই সতর্কবার্তাকে সামনে রেখে একদম ০-১২ বছর পর্যন্ত শিশুর মায়েদের টিকা দেওয়া শুরু হলো জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। 

ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ জানান আজ ৯৫০ জন শিশুর মায়েদের টিকা দেওয়া হলো আগামী কাল দেওয়া হবে ৫০০ জন কে এরপর যেমন টিকার যোগান থাকবে সেই অনুযায়ী টিকা দেওয়া হবে। তবে সার্ভারে সমস্যা থাকায় মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে টিকা দেওয়ার কাজ।