Scrooling

নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুনে রিপোর্ট চাইলো কমিশন # ১৮ তম লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে ৪ জুন

শিশুদের সুরক্ষায় মায়েদের টিকাকরণ শুরু


 

শিশুদের সুরক্ষায় মায়েদের টিকাকরণ শুরু


অতনু হাজরা, জামালপুর : সামনেই আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। সেই সতর্কবার্তাকে সামনে রেখে একদম ০-১২ বছর পর্যন্ত শিশুর মায়েদের টিকা দেওয়া শুরু হলো জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। 

ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ জানান আজ ৯৫০ জন শিশুর মায়েদের টিকা দেওয়া হলো আগামী কাল দেওয়া হবে ৫০০ জন কে এরপর যেমন টিকার যোগান থাকবে সেই অনুযায়ী টিকা দেওয়া হবে। তবে সার্ভারে সমস্যা থাকায় মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে টিকা দেওয়ার কাজ।