Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির


 

যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির


পল্লব দাস, মেমারি : রক্তদান, জীবন দান। এই বিষয়টিকে সামনে রেখে মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস রক্তদান শিবিরের আয়োজন করেছে। সোমবার দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মেমারি ১ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, জেলা পরিষদের কো-মেন্টর তথা প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাশেম মন্ডল, তৃণমূল যুব কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, স্বপন ঘোষাল, ফাত্তার কয়াল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিতাই ঘোষ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য-সদস্যাগণ। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি জয়দেব সিংহ। 


এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষ। উপস্থিত দলীয় নেতৃত্ব রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা কল্যান সুন্দর দে, প্রদোষ চ্যাটার্জী, গোপাল কর্মকার, দিলীপ সরেন সহ অন্যান্য সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।