চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির


 

যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির


পল্লব দাস, মেমারি : রক্তদান, জীবন দান। এই বিষয়টিকে সামনে রেখে মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস রক্তদান শিবিরের আয়োজন করেছে। সোমবার দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মেমারি ১ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, জেলা পরিষদের কো-মেন্টর তথা প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাশেম মন্ডল, তৃণমূল যুব কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, স্বপন ঘোষাল, ফাত্তার কয়াল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিতাই ঘোষ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য-সদস্যাগণ। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি জয়দেব সিংহ। 


এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষ। উপস্থিত দলীয় নেতৃত্ব রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা কল্যান সুন্দর দে, প্রদোষ চ্যাটার্জী, গোপাল কর্মকার, দিলীপ সরেন সহ অন্যান্য সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।



Post a Comment

0 Comments