Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির


 

যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির


পল্লব দাস, মেমারি : রক্তদান, জীবন দান। এই বিষয়টিকে সামনে রেখে মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস রক্তদান শিবিরের আয়োজন করেছে। সোমবার দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মেমারি ১ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, জেলা পরিষদের কো-মেন্টর তথা প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাশেম মন্ডল, তৃণমূল যুব কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, স্বপন ঘোষাল, ফাত্তার কয়াল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিতাই ঘোষ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য-সদস্যাগণ। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি জয়দেব সিংহ। 


এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষ। উপস্থিত দলীয় নেতৃত্ব রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা কল্যান সুন্দর দে, প্রদোষ চ্যাটার্জী, গোপাল কর্মকার, দিলীপ সরেন সহ অন্যান্য সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।