Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিম বর্ধমান জেলায় ২১ জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠান


 

পশ্চিম বর্ধমান জেলায় ২১ জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠান


কাজল মিত্র, পশ্চিম বর্ধমান : ১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ১৩ টি তরতাজা প্রাণ। সেই দিনটিকে স্মরণ করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রবীন্দ্র ভবন চত্বরে ২১ শে জুলাই এর শহীদদের স্মরণ করলো তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।


২১ শে জুলাই কে কেন্দ্র করে সেজে উঠেছিল আসানসোলের রবীন্দ্র ভবন চত্ত্বর। এদিন শহীদ স্মরণে ভার্চুয়াল সভার মাধ্যমে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আসানসোল রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে সেই ভার্চুয়াল সভা দেখানোর ব্যবস্থা করা হয় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে। বুধবার সকাল থেকে এই ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে দলীয় পতাকা, ফেসটুনের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছিল গোটা রবীন্দ্র ভবন চত্বর।

এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে শহীদ দিবস পালন করা হল রূপনারায়ানপুর দলীয় কার্যালয়ে। শহীদ বেদিতে মাল‍্যদান ও পুস্পার্ঘ‍্য নিবেদনের মাধ‍্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলার কর্মাধক্ষ মহম্মদ আরমান সহ সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। ।


তাছাড়া এই শহীদ বেদিতে মাল্যদান করেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সহসভাপতি বিদুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি সাগর কুন্ডু, রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায়, সমিতির কর্মাধ্যক্ষ উৎপল কর, সালানপুর ব্লক ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিঠুন মন্ডল, চিত্তরঞ্জন যুব তৃণমূলের সভাপতি শ্যামল গোপ, সদস্যা অনিতা দাস, হিন্দুস্থান পুনর্বাসন কমিটির সম্পাদক সুভাষ মহাজন, জয়প্রকাস সিং সহ অনেকে।

বর্তমান এই মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন তিনি শহীদ স্মরণে সভাটা প্রতিটি বুথে বুথে পালন করার নির্দেশ দিয়ে। আর তাই বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় সকল দলীয় নেতৃবৃন্দ দের নির্দেশ দিয়েছিলেন আজকের দিনটি সালানপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য। এদিন শহীদ দিবসের অনুষ্ঠানে ফুটবল খেলোয়াড়দের ফুটবল প্রদান করা হয়।