ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের কোটায় ত্রিপল বিলি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের কোটায় ত্রিপল বিলি


 

ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের কোটায় ত্রিপল বিলি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত কয়েকদিনের বৃষ্টিতে যে সমস্ত মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ব্লক পার্টি অফিস থেকে বিধায়ক অলক কুমার মাঝির সহায়তায় ত্রিপল প্রদান করা হয়। শুক্রবার ১৩ টি অঞ্চলের প্রধান, উপ প্রধান ও অঞ্চলের নেতৃত্বের হাতে ২০ টি করে ত্রিপল তুলে দেওয়া হয়। ত্রিপল তুলে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ব্লকের মহিলা নেত্রী মিঠু মাঝি সহ অন্যান্যরা।


 মেহেমুদ খান জানান, তৃতীয়বার মা মাটি মানুষের সরকার ক্ষমতায় এসেছে সব সাধারণ মানুষের আশীর্বাদের কারণে তাই যেসমস্ত মাটির বাড়িগুলি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে ত্রিপল দেওয়া হলো যদি আরো অবস্থার অবনতি হয় তাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে। সমস্ত দায়িত্ব তাঁরা নেবেন বলে জানান। সব সময় তাঁরা মানুষের পাশে থাকবেন।যুব সভাপতি ভুতনাথ মালিক বলেন তাঁদের সরকার মানবিক সরকার। সমস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে তাঁরা থাকবেন বলে জানান।



Post a Comment

0 Comments