Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলেজ ছাত্রীকে ছুরি মেরে অপরাধী ফেরার


 

কলেজ ছাত্রীকে ছুরি মেরে অপরাধী ফেরার               


সেখ সামসুদ্দিন, মেমারি : এক কলেজ ছাত্রীকে ছুরি মেরে পালালো অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর বেলতলা বাজারে। জানা গেছে, ওই কলেজছাত্রী তার অনলাইনে পরীক্ষা শেষ করে স্কুটি চালিয়ে মাকে আনতে দেবীপুর গিয়েছিল। সেই সময় স্কুটির ওপর বসে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকা এসে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। সেই মুহূর্তে কাছাকাছি কোন লোকজন না থাকায় সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। সেই মুহূর্তে ওই কলেজছাত্রী তার সহপাঠীকে ফোন করে ঘটনার কথা জানায় এবং তৎক্ষণাৎ তার সহপাঠী ও সহপাঠীর ভাই ঘটনাস্থলে আসে। এলাকার মানুষের সহযোগিতায় গুরুতর জখম ওই কলেজ ছাত্রীকে মেমারি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য মেমারি হাসপাতাল থেকে আহত কলেজ ছাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেমারি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে আহত কলেজ ছাত্রীর পরিবার। দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।