Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলেজ ছাত্রীকে ছুরি মেরে অপরাধী ফেরার


 

কলেজ ছাত্রীকে ছুরি মেরে অপরাধী ফেরার               


সেখ সামসুদ্দিন, মেমারি : এক কলেজ ছাত্রীকে ছুরি মেরে পালালো অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর বেলতলা বাজারে। জানা গেছে, ওই কলেজছাত্রী তার অনলাইনে পরীক্ষা শেষ করে স্কুটি চালিয়ে মাকে আনতে দেবীপুর গিয়েছিল। সেই সময় স্কুটির ওপর বসে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকা এসে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। সেই মুহূর্তে কাছাকাছি কোন লোকজন না থাকায় সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। সেই মুহূর্তে ওই কলেজছাত্রী তার সহপাঠীকে ফোন করে ঘটনার কথা জানায় এবং তৎক্ষণাৎ তার সহপাঠী ও সহপাঠীর ভাই ঘটনাস্থলে আসে। এলাকার মানুষের সহযোগিতায় গুরুতর জখম ওই কলেজ ছাত্রীকে মেমারি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য মেমারি হাসপাতাল থেকে আহত কলেজ ছাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেমারি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে আহত কলেজ ছাত্রীর পরিবার। দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।