Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় গরীব পরিবারের হাতে খাদ্যদ্রব্য প্রদান


 

অসহায় গরীব পরিবারের হাতে খাদ্যদ্রব্য প্রদান


কাজল মিত্র, সালানপুর : করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে বিধিনিষেধের জেরে বহু মানুষ কর্মহীন। আর এই অবস্থায় অসহায় হয়েছে গরীব মানুষজন। রেশন কার্ডে চাল গম পেলেও অভাব পিছু ছাড়ছে না তাদের।এই সব কথা মাথায় রেখে গরীব মানুষের মুখে অন্ন তুলে দেবার জন্য সালানপুর ব্লকে বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন এস.কে রাজেশ। তিনি একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী, জেমারী পঞ্চায়েত এলাকায় বাড়ি। ছোট খাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তার বক্তব্য এই সময় সামর্থ্য অনুযায়ী গরীব মানুষের সেবা করাই হচ্ছে কর্তব্য। তাই আমরা সমস্ত বন্ধুরা মিলে গরীব মানুষের মধ্যে কিছু খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি। তাতে ওদের উপকার হচ্ছে এবং আমাদের দু'হাত তুলে আশীর্বাদ দিচ্ছে।

আমরা দেখেছি বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপপাধ্যায় সব সময় কি ভাবে গরীব মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। তাই তাদের দেখানো পথে আমরা গরীবদের জন্য কিছু করার চেষ্টা করছি মাত্র।আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কর্মী বিপ্লব ব্যানার্জী, শেখ মিলন, বান্টি খান সহ আরো অনেকে।