চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

অসহায় গরীব পরিবারের হাতে খাদ্যদ্রব্য প্রদান


 

অসহায় গরীব পরিবারের হাতে খাদ্যদ্রব্য প্রদান


কাজল মিত্র, সালানপুর : করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে বিধিনিষেধের জেরে বহু মানুষ কর্মহীন। আর এই অবস্থায় অসহায় হয়েছে গরীব মানুষজন। রেশন কার্ডে চাল গম পেলেও অভাব পিছু ছাড়ছে না তাদের।এই সব কথা মাথায় রেখে গরীব মানুষের মুখে অন্ন তুলে দেবার জন্য সালানপুর ব্লকে বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন এস.কে রাজেশ। তিনি একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী, জেমারী পঞ্চায়েত এলাকায় বাড়ি। ছোট খাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তার বক্তব্য এই সময় সামর্থ্য অনুযায়ী গরীব মানুষের সেবা করাই হচ্ছে কর্তব্য। তাই আমরা সমস্ত বন্ধুরা মিলে গরীব মানুষের মধ্যে কিছু খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি। তাতে ওদের উপকার হচ্ছে এবং আমাদের দু'হাত তুলে আশীর্বাদ দিচ্ছে।

আমরা দেখেছি বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপপাধ্যায় সব সময় কি ভাবে গরীব মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। তাই তাদের দেখানো পথে আমরা গরীবদের জন্য কিছু করার চেষ্টা করছি মাত্র।আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কর্মী বিপ্লব ব্যানার্জী, শেখ মিলন, বান্টি খান সহ আরো অনেকে।