Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূলের অবস্থান বিক্ষোভ


 

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূলের অবস্থান বিক্ষোভ


সেখ সামসুদ্দিন, মেমারি : পেট্রল, ডিজেল ও গ‍্যাসের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রাজ‍্যের ঘোষিত কর্মসূচিতে মেমারি বিধানসভা এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রসুলপুর বাজারে, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে মেমারি বামুনপাড়া মোড়ে এবং মেমারি ২ ব্লকের সাতগেছিয়ায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।রসুলপুর বাজারে কর্মসূচির সূচনা করেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি বামুনপাড়া মোড়ে সূচনা করেন শহর সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার। এই অবস্থান কর্মসুচিতে সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত দফায় দফায় যোগ দেন শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী, জেলা সহ সভাপতি স্বপন বিষয়ী, সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, স্বপন ঘোষাল, ফাত্তার কয়াল, জেলা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রামকৃষ্ণ হাজরা, সম্পাদক সমরেন্দ্রনাথ দাশগুপ্ত, জেলা ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা, মহিলা নেত্রী গীতা দাস, প্রাথমিক শিক্ষক সংগঠন কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, মেমারি মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের পর আজই প্রথম সভায় যোগ দিলেন কোভিড জয়ী বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ও শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী।