Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ শরদিন্দু কোনারের ২৪ তম স্মরণসভা


 

শহীদ শরদিন্দু কোনারের ২৪ তম স্মরণসভা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহীদ শরদিন্দু কোনার-কে স্মরণ করলো শহর বর্ধমানের কাঁটাপুকুর এলাকার মানুষজন। শহীদ শরদিন্দু কোনার স্মৃতি রক্ষা কমিটি সোমবার ২৪ তম স্মরণ সভার আয়োজন করেছিল। পুষ্পার্ঘ্য নিবেদন ও স্মৃতিচারণার মাধ্যমে নিহত তৃণমূল কংগ্রেস নেতাকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রব, শহীদ স্মৃতি কনার স্মৃতি রক্ষা কমিটির সভাপতি রঞ্জিত গুরুং, কাঁটাপুকুর উন্নয়ন কমিটির সম্পাদক বুদ্ধদেব সামন্ত, শিক্ষক তাপস কুমার পাল, সচিন সিং সহ সন্ধ্যারানী চক্রবর্তী, শরৎ চ্যাটার্জি ও অন্যা


এদিনের স্মরণ সভার প্রধান বক্তা হিসেবে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবদুর রব বলেন, শরদিন্দু কোনার ছিলেন একজন প্রতিবাদী মানুষ। সিপিএমের অনাচার, অবিচারের বিরুদ্ধে সব সময় তিনি রুখে দাঁড়িয়েছেন। আর সেজন্যই ১৯৯৮ সালের ১২ জুলাই সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে তাঁকে খুন হতে হয়েছিল। তার আত্মার শান্তি কামনার সঙ্গে পরিবারের প্রতি সমবেদনা জানাই। শরদিন্দু কোনারের আদর্শকে পাথেয় করেই আমাদের এগিয়ে যেতে হবে।



এদিনের অনুষ্ঠানে শহীদ শরদিন্দু কোনারের স্মৃতিচারণা করেন বুদ্ধদেব সামন্ত, তাপস কুমার পাল, সন্ধ্যারানী চক্রবর্তী প্রমূখ। সকলেই তাঁর সামাজিক কাজে অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।