Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্তদানের মাধ্যমে ভারতরত্ন চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানালো মহিলা তৃণমূল কংগ্রেস


 

রক্তদানের মাধ্যমে ভারতরত্ন চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানালো মহিলা তৃণমূল কংগ্রেস


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রক্তদানের মাধ্যমে ভারতরত্ন চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায় এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলো পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। আজ মহান এই চিকিৎসকের জন্ম ও প্রয়াণ দিবস। ১ জুলাই দিনটি ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস আজ কোভিড বিধি মেনে বর্ধমান টাউন হলে ডাঃ বিধান চন্দ্র রায়-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান উৎসবের আয়োজন করে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের (বাজেপ্রতাপপুর) অধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ।




 উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, দলের বর্ধমান শহর কমিটির সভাপতি অরূপ দাস, দলের জেলা সম্পাদক স্বপন সিনহা, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী, পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডঃ শিখা দত্ত সেনগুপ্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, সদস্য নুরুল হাসান সহ অন্যান্য মহিলা নেতৃত্ব। 

এদিনের রক্তদান উৎসবে জেলার বিভিন্ন ব্লক থেকে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এসে রক্ত দিয়েছেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।




আজকের রক্তদান উৎসব প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডঃ শিখা দত্ত সেনগুপ্ত বলেন, রক্তদান মানে জীবন দান। রক্তের অভাবে যাতে অকালে পৃথিবী ছেড়ে কাউকে চলে যেতে না হয়। সেই জন্য উদ্যোগী মহিলা তৃণমূল কংগ্রেস। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের আদেশানুসারে পূর্ব বর্ধমান জেলার সংগঠন ১ জুন থেকে রক্তদান শিবির আয়োজন করে আসছে। বিভিন্ন ব্লকে একমাস ধরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১১ টি রক্তদান শিবিরে ৭৮০ বোতল রক্ত সংগৃহীত হয়েছে। আজ ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্ম ও মহাপ্রয়াণ দিবসে ১২ তম রক্তদান পর্ব উৎসবের আঙ্গিকে আয়োজন করা হয়। মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য ও জেলা নেতৃত্ব সর্বতোভাবে সহযোগিতা করায় তিনি সকলকে ধন্যবাদ জানান। 




এদিন বিকেলে বর্ধমান টাউন হলে কয়েকজন চিকিৎসক ও পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত বিধায়কদের সম্বর্ধনা জানানো হয়।