Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বৃক্ষরোপণ কর্মসূচি Tree plantation


 

বৃক্ষরোপণ কর্মসূচি 

Tree plantation



কাজল মিত্র, আসানসোল : আসানসোল নজরুল সোশ্যাল সেন্টার এর উদ্যোগে ও পৌর কর্পোরেশনের সহযোগিতায় আসানসোলের বিভিন্ন এলাকায় এক লাখ চারা রোপণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অনুসারে ধারাবাহিক ভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি চলছে। একই সাথে সানফ্লাওয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং নজরুল সোশ্যাল সেন্টারের যৌথ উদ্যোগে রেলপাড় ভিস্তি মহল্লায় বৃক্ষ চারা রোপণ করা হয়। 




এদিন এই বৃক্ষ চারা রোপণ অনুষ্ঠানে নজরুল সামাজিক কেন্দ্রের সম্পাদক রবিউল ইসলাম সহ আরবাজ হাশিম, শাহজেব আব্বাস, সানফ্লাওয়ার ওয়েলফেয়ার সোসাইটির আনোয়ার হুসেন, পিন্টু খান, মোহাম্মদ শামীম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।