Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বৃক্ষরোপণ কর্মসূচি Tree plantation


 

বৃক্ষরোপণ কর্মসূচি 

Tree plantation



কাজল মিত্র, আসানসোল : আসানসোল নজরুল সোশ্যাল সেন্টার এর উদ্যোগে ও পৌর কর্পোরেশনের সহযোগিতায় আসানসোলের বিভিন্ন এলাকায় এক লাখ চারা রোপণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অনুসারে ধারাবাহিক ভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি চলছে। একই সাথে সানফ্লাওয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং নজরুল সোশ্যাল সেন্টারের যৌথ উদ্যোগে রেলপাড় ভিস্তি মহল্লায় বৃক্ষ চারা রোপণ করা হয়। 




এদিন এই বৃক্ষ চারা রোপণ অনুষ্ঠানে নজরুল সামাজিক কেন্দ্রের সম্পাদক রবিউল ইসলাম সহ আরবাজ হাশিম, শাহজেব আব্বাস, সানফ্লাওয়ার ওয়েলফেয়ার সোসাইটির আনোয়ার হুসেন, পিন্টু খান, মোহাম্মদ শামীম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।