বাজ পড়ে মৃত
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আবারও বাজে পড়ে মৃত্যু হল আজ।জামালপুর ২ অঞ্চলের বকুলতলা গ্রামের উত্তম দাস (৫৪) তিলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। তড়িঘড়ি জামালপুর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পর পর জামালপুরে বাজ পরে মৃত্যুর ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও শুভঙ্কর মজুমদার জামালপুর বাসীর উদ্দেশ্যে বলেন এই সময় মেঘ করলেই কেউ যেন বাড়ি থেকে না বের হন। সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি।