Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Lightning struck dead বাজ পড়ে মৃত


 

বাজ পড়ে মৃত


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আবারও বাজে পড়ে মৃত্যু হল আজ।জামালপুর ২ অঞ্চলের বকুলতলা গ্রামের উত্তম দাস (৫৪) তিলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। তড়িঘড়ি জামালপুর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পর পর জামালপুরে বাজ পরে মৃত্যুর ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও শুভঙ্কর মজুমদার জামালপুর বাসীর উদ্দেশ্যে বলেন এই সময় মেঘ করলেই কেউ যেন বাড়ি থেকে না বের হন। সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি।