চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

রাস্তা পরিদর্শনে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি


 

রাস্তা পরিদর্শনে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের দামোদরের তীর বরাবর রায়না ও জামালপুর ব্লক মিলে প্রায় ৪২ কিমি রাস্তা তৈরি হচ্ছিল।এই রাস্তা তৈরি হলে নদীর ওই পাড়ে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে যাবে। নদীর দুইপাড়েরই মানুষের বিনা যানজটে কোনো রেলগেটে বাঁধা ছাড়াই খুব সহজেই বর্ধমান পৌঁছে যাওয়া যাবে। কিন্তু সেই রাস্তা ভোটের আগে থেকেই বন্ধ হয়ে আছে।আজ জামালপুর ব্লকের অন্তর্গত সেই রাস্তা শম্ভুপুর থেকে ফতেপুর পর্যন্ত পরিদর্শনে যান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম কুমার দত্ত ও জেলার ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। কেন কাজ বন্ধ আছে, যাতে দ্রুততার সঙ্গে পুনরায় কাজ শুরু করা যায় সেই জন্যই আজকের এই সরেজমিনে দেখতে যাওয়া। কারণ বর্ষা এসে গেছে পুরো কাজ না হওয়ায় রাস্তা গুলোর অবস্থা খুবই খারাপ।সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। আজকের এই পরিদর্শনের পর কবে থেকে আবার কাজ শুরু হয় সেটাই দেখার।