রাস্তা পরিদর্শনে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

রাস্তা পরিদর্শনে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি


 

রাস্তা পরিদর্শনে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের দামোদরের তীর বরাবর রায়না ও জামালপুর ব্লক মিলে প্রায় ৪২ কিমি রাস্তা তৈরি হচ্ছিল।এই রাস্তা তৈরি হলে নদীর ওই পাড়ে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে যাবে। নদীর দুইপাড়েরই মানুষের বিনা যানজটে কোনো রেলগেটে বাঁধা ছাড়াই খুব সহজেই বর্ধমান পৌঁছে যাওয়া যাবে। কিন্তু সেই রাস্তা ভোটের আগে থেকেই বন্ধ হয়ে আছে।আজ জামালপুর ব্লকের অন্তর্গত সেই রাস্তা শম্ভুপুর থেকে ফতেপুর পর্যন্ত পরিদর্শনে যান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম কুমার দত্ত ও জেলার ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। কেন কাজ বন্ধ আছে, যাতে দ্রুততার সঙ্গে পুনরায় কাজ শুরু করা যায় সেই জন্যই আজকের এই সরেজমিনে দেখতে যাওয়া। কারণ বর্ষা এসে গেছে পুরো কাজ না হওয়ায় রাস্তা গুলোর অবস্থা খুবই খারাপ।সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। আজকের এই পরিদর্শনের পর কবে থেকে আবার কাজ শুরু হয় সেটাই দেখার।




Post a Comment

0 Comments