চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি



বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি



 কাজল মিত্র, আসানসোল : বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে সামিল দলীয় নেতৃত্ব। বুধবার বিজেপির পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের অফিসের সামনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপিও জমা দেয়। এদিনের কর্মসূচিতে ছিলেন বিজেপি'র জেলা সভাপতি শিবরাম বর্মন, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, বারাবনির বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অরিজিৎ রায়, লক্ষন ঘরুই সহ অনেকে।


 শিবরাম বর্মন জানান, "গত ২ মে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হবার পরেই সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস শুরু হয়েছে তার বাইরে আসানসোলও বাদ পড়েনি। পাঁচ রাজ্যে ভোট হয়েছিল কিন্তু কোথাও কিছু সন্ত্রাস হয়নি। কেবল মাত্র পশ্চিমবঙ্গে এই সন্ত্রাস হচ্ছে। আর পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের তাঁবেদারি করছে। বহু বিজেপি নেতা কর্মী বাড়ি ছাড়া। ভোটের ফলাফল হবার পরেই তৃণমূলের কর্মীরা বিজেপির কর্মীদের মারধোর করে এবং মহিলাদের উপর অত্যাচার চালায়। যারফলে বহু বিজিপি কর্মী এখনো ঘর ছাড়া। বিজেপি নেতা-কর্মীদের অনেকেই আহত হয়েছেন। বহুকর্মী কাজহারা না খেয়ে অনাহারে দিন যাপন করছে। ভয়ে তারা বাড়ী আসতে পারছেনা। তৃণমূলের তরফে বলাহচ্ছে তাদের বাড়ি ফিরিয়ে আনা হচ্ছে কিন্তু বাড়িতে ডেকে পুনরায় তাদের মারধোরের ভয় দেখানো হচ্ছে"। তিনি আরও বলেন, "এর আগেও আমরা জেলাশাসকের অফিসে জানিয়েছিলাম কিন্তু এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি দোষীদের বিরুদ্ধে। তাই পুনরায় আমরা জেলাশাসকের কাছে লিখিত ভাবে জানিয়ে গেলাম, ব্যবস্থা না নিলে বড় আন্দোলন হবে।" পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভূ গোয়েল সমস্ত ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

তৃণমূলের তরফে জানানো হয় যে তারা কেবলমাত্র মিডিয়ার সামনে আসার জন্য এসব করে বেড়াচ্ছে। আসলে তাদের আর কোন অস্তিত্ব রাজ্যে টিকবেনা তাই তারা এসব করে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। বিজেপিকে এভাবেই কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি শিবদাসন দাসু বলেন, "বাবুল সুপ্রিয় মহাশয়কে সবাই পরিয়াযী সাংসদ বলে। ভোটের আগে এলাকায় আসেন।ভোট ফুরোলে পালিয়ে যান। উনি নিজেও জানেন, এলাকায় তাঁর দলের নেতারা মিথ্যা অভিযোগ তুলে অশান্তি পাকাচ্ছে।"




Post a Comment

0 Comments