Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্যার ভ্রুকুটি, দামোদর নদে ভেসে গেল সেতু


 

বন্যার ভ্রুকুটি, দামোদর নদে ভেসে গেল সেতু


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যার ভ্রুকুটি। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে নিম্ন দামোদর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৮৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী জানা যায় সকাল ছটায় জল ছাড়া হয়েছে ২৭৮০০ কিউসেক। সকাল দশটায় দুর্গাপুর ব্যারেজ থেকে ফের জল ছাড়া হয়েছে ৩২ হাজার কিউসেক। দুপুর একটায় জল ছাড়া হয়েছে ৩৯৯০০ কিউসেক। সন্ধ্যা ছটায় জল ছাড়া হয়েছে ৫৮ হাজার ১৫০ কিউসেক। ১২ ঘন্টায় দুর্গাপুর ব্যারেজ থেকে চারবার জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই নিম্ন দামোদরের জল স্তর বেড়েছে। দামোদরের জল বৃদ্ধি হওয়ার ফলে ইতিমধ্যেই জামালপুর ব্লকের অমরপুরে দামোদর নদের উপর থাকা কাঠের সেতুটি ভেসে গিয়েছে। সরকারিভাবে মাইকিং করে দামোদর নদের তীরবর্তী এলাকার মানুষজন কে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে ঝাড়খণ্ডের সিকাটিয়া ব্যারেজ থেকে ৬০০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে অজয় নদ বিপদ সীমায় পৌঁছাতে পারে। আউসগ্রাম ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের চরমানার পল্লীশ্রী ও গোপালপুর গ্রাম ডুবে যেতে পারে।