বন্যার ভ্রুকুটি, দামোদর নদে ভেসে গেল সেতু
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যার ভ্রুকুটি। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে নিম্ন দামোদর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৮৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী জানা যায় সকাল ছটায় জল ছাড়া হয়েছে ২৭৮০০ কিউসেক। সকাল দশটায় দুর্গাপুর ব্যারেজ থেকে ফের জল ছাড়া হয়েছে ৩২ হাজার কিউসেক। দুপুর একটায় জল ছাড়া হয়েছে ৩৯৯০০ কিউসেক। সন্ধ্যা ছটায় জল ছাড়া হয়েছে ৫৮ হাজার ১৫০ কিউসেক। ১২ ঘন্টায় দুর্গাপুর ব্যারেজ থেকে চারবার জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই নিম্ন দামোদরের জল স্তর বেড়েছে। দামোদরের জল বৃদ্ধি হওয়ার ফলে ইতিমধ্যেই জামালপুর ব্লকের অমরপুরে দামোদর নদের উপর থাকা কাঠের সেতুটি ভেসে গিয়েছে। সরকারিভাবে মাইকিং করে দামোদর নদের তীরবর্তী এলাকার মানুষজন কে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে ঝাড়খণ্ডের সিকাটিয়া ব্যারেজ থেকে ৬০০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে অজয় নদ বিপদ সীমায় পৌঁছাতে পারে। আউসগ্রাম ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের চরমানার পল্লীশ্রী ও গোপালপুর গ্রাম ডুবে যেতে পারে।