Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এক লক্ষ চারা গাছ রোপণের কর্মসূচি


 

এক লক্ষ চারা গাছ রোপণের কর্মসূচি


কাজল মিত্র, আসানসোল : এক লক্ষ চারা গাছ বিতরণ ও রোপণের কর্মসূচির সূচনা হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ও নজরুল সোশ্যাল সেন্টার এবং আসানসোল পৌর নিগমের যৌথ উদ্যোগে আসানসোল শহর জুড়ে এক লক্ষ চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন আসানসোল পৌর নিগমের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি ও সদস্য অভিজিৎ ঘটক।


শনিবার সকালে গুপ্তা কলেজ আশ্রম মোড় সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা হয়। এই অনুষ্ঠানে অমরনাথ চ্যাটার্জি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমান জেলায় প্রায় এক লক্ষ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম আজ থেকে শুরু হলো। তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু, আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম গাছ, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট ভূখণ্ডের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু আমাদের তা নেই, যেটুকু আছে তাও প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে, সেজন্য পরিবেশ ও আগামী প্রজম্মের কথা চিন্তা করে বিভিন্ন প্রজাতির মোট এক লক্ষ গাছের চারা রোপন এবং তার পরিচর্যার জন্য এক বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে।


 এইদিন এই অনুষ্ঠানে পুর চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি ও সদস্য অভিজিৎ ঘটক এর পাশাপাশি সমাজসেবী শিখা ঘটক, পুর সদস্য মীর হাসিম, দিব্যেন্দু ভগত ও আসানসোল সাউত থানার অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন।