Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিদিকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শতাধিক মহিলা তৃণমূলে


 

দিদিকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শতাধিক মহিলা তৃণমূলে


কাজল মিত্র, আসানসোল : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে শপথ করলেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮২ এবং ৮৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। সোমবার প্রায় ১৫০ জন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সৈয়দ ইকবালের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন। আসানসোল শ্রীসঙ্ঘ ময়দানে মহিলারা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী আল্পনা ব্যানার্জি'র উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন।




 এদিন এই যোগদান অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর সোনা গুপ্ত, সৈকত দে, মহঃ জাভেদ, ফাতিমা খাতুন, রুবিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা সৈয়দ ইকবাল বলেন যেভাবে বাংলার জনগণ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করেছেন। একইভাবে, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করে দিদি প্রধানমন্ত্রী হবেন। আর এর জন্য সকলকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।