Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিদিকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শতাধিক মহিলা তৃণমূলে


 

দিদিকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শতাধিক মহিলা তৃণমূলে


কাজল মিত্র, আসানসোল : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে শপথ করলেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮২ এবং ৮৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। সোমবার প্রায় ১৫০ জন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সৈয়দ ইকবালের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন। আসানসোল শ্রীসঙ্ঘ ময়দানে মহিলারা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী আল্পনা ব্যানার্জি'র উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন।




 এদিন এই যোগদান অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর সোনা গুপ্ত, সৈকত দে, মহঃ জাভেদ, ফাতিমা খাতুন, রুবিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা সৈয়দ ইকবাল বলেন যেভাবে বাংলার জনগণ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করেছেন। একইভাবে, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করে দিদি প্রধানমন্ত্রী হবেন। আর এর জন্য সকলকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।