Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেরোচ্ছে বিষাক্ত গ্যাস, এলাকায় উত্তেজনা



 

বেরোচ্ছে বিষাক্ত গ্যাস, এলাকায় উত্তেজনা



কাজল মিত্র, রাণীগঞ্জ : একটানা কয়েকদিনের বৃষ্টির জেরে রানীগঞ্জের কলিয়ারিতে নামলো ধস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার অমৃতনগর কোলিয়ারির ৪ নম্বর এলাকায়। বৃষ্টি থামতেই ওই এলাকার বিস্তীর্ণ অংশ জুড়ে ধস নেমেছে। ফলে ওই ধসে যাওয়া অংশ দিয়ে অনবরত বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস। যার কারনে আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা। এদিকে ধসে যাওয়া অংশের পাশেই রয়েছে কোলিয়ারির বারুদ ঘর, যার জেরে যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আর ওই বিষাক্ত গ্যাস ও ধোঁয়ার প্রভাব বিস্তার করেছে অনেকটা এলাকা জুড়ে। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ খনিগর্ভে ঠিকমতো বালি ভরাট না করার কারণেই এমন ধরনের ঘটনা ঘটছে বারবার। তাদের আরো অভিযোগ গত কয়েকদিন আগেই এলাকার এক বিশাল বটগাছ মাটি আলগা হয়ে উল্টে পড়ে ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। 


আর নতুনভাবে এদিনের ই ধস ও গ্যাসের ফলে আতঙ্ক আরো বেড়েছে ওই এলাকায়। এদিকে এই ধসের জায়গার খুব কাছেই রয়েছে মন্দির সহ ইসিএলের পরিত্যাক্ত খনির আবাসনও। আর সেখানেই বসবাস করে প্রায় চল্লিশটিরও বেশি পরিবার। যার ফলে আতঙ্কের পরিবেশ রয়েছে সেই পরিত্যাক্ত খনি আবাসন গুলিতেও। এলাকার বাসিন্দাদের দাবি খনি কর্তৃপক্ষ এলাকাটিকে ঘিরে দিলেও ওই এলাকার উপরিভাগে কোন ভরাট না করায় ক্রমাগত ধসের আকার দিন দিন বেড়েই চলেছে। এদিন এই কোলিয়ারির এক এজেন্ট আর কে ব্যানার্জি জানান সমগ্র বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী দিনে এই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে সবরকম ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।